E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেলনা চা পাতার ব্যবহার!

২০১৪ মে ১৮ ১৫:৩৪:৩২
ফেলনা চা পাতার ব্যবহার!

নিউজ ডেস্ক : চা তো আমরা কম বেশি সকলেই পান করে থাকি। অনেকের তো দিনের শুরুতে কিংবা বিকেলে নাস্তায় এবং আড্ডায় চা ছাড়া চলেই না। চা পাগল মানুষের অভাব নেই কোথাও। চা পানের জন্য বেশির ভাগ সময় টি ব্যাগ ব্যবহার করা হয়। অনেকে আবার চা পাতাও ব্যবহার করে থাকেন। সাধারণত চা পান করে ব্যবহৃত টি ব্যাগ এবং চা পাতা আমরা ফেলে দিই। কারণ এই ফেলনা চা পাতা ও টি ব্যাগ দিয়ে কিই বা করার আছে।

কিন্তু পরবর্তী সময় থেকে এই ব্যবহৃত চা পাতা এবং টি ব্যাগ ভুলেও ফেলে দেবেন না। কারণ এই ফেলনা জিনিস দিয়ে আপনি করতে পারেন অসাধারণ কিছু। বিশ্বাস হচ্ছে না? চলুন তবে দেখে নেয়া যাক ফেলনা চা পাতা ও টি ব্যাগের অসাধারণ কিছু ব্যবহার।
পায়ের দুর্গন্ধ দূর করতে
অনেকেই পা ঘেমে পায়ের দুর্গন্ধের সমস্যায় পরে থাকেন। এই নিয়ে অনেকে লজ্জিতও হন। কিন্তু এই সমস্যা থেকে রক্ষা পেতে বেশি কিছুর দরকার নেই। শুধুমাত্র ফেলনা চা পাতাই যথেষ্ট। ব্যবহৃত চা পাতায় পানি দিয়ে আবারও ফুটিয়ে লিকার করে নিন। এরপর এই লিকার কুসুম গরম থাকতে থাকতে পায়ের পাতা ভিজিয়ে রাখুন ২০ মিনিট। কুসুম গরম পানিতে টী ব্যাগ দিয়েও করতে পারেন। নিয়মিত ব্যবহারে পায়ের দুর্গন্ধ সৃষ্টি হওয়া থেকে রেহাই পাবেন।
মুখের দুর্গন্ধ দূর করতে
মুখের দুর্গন্ধ দূর করতে এবং দীর্ঘসময় মুখ ফ্রেশ রাখতে ব্যবহৃত চা পাতার জুড়ি নেই। ব্যবহৃত চা পাতায় পুনরায় পানি দিয়ে এতে কিছু পুদিনা পাতা ছিঁড়ে দিয়ে ফুটিয়ে নিন। এরপর এতে সামান্য লবণ দিয়ে ঠাণ্ডা করুন। এই মিশ্রণটি মাউথওয়াস হিসেবে নিয়মিত ব্যবহার করুন। দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।
গাছের পুষ্টি জোগাতে
অনেকেই শখ করে বারান্দায় নানা ফুল গাছ লাগিয়ে থাকেন। এই সকল ফুল গাছের জন্য ব্যবহৃত চা পাতা অনেক বেশি কার্যকরী। ব্যবহৃত চা পাতা ফেলে না দিয়ে গাছের গোঁড়ায় দিয়ে রাখুন। এতে করে গাছ পুষ্টি পাবে।
চোখের ফোলা ভাব দূর করতে
মাঝে মাঝে ঘুম কম বা বেশি হলে চোখের নিচের অংশ ফুলে যায়। এতে দেখতে বেশ বিশ্রী লাগে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহৃত টি ব্যাগ ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিয়ে দুই চোখের পাতায় ১০ মিনিট রেখে দিন। দেখবেন চোখের ফোলা ভাব কমে যাবে।
চকচকে চুলের জন্য
রোদ, ধুলোবালি এবং আবহাওয়ার কারণে চুলের সৌন্দর্য কমে যায়। এই সমস্যার সমাধান করবে ব্যবহৃত চা পাতা। ব্যবহৃত চিনি ছাড়া চা পাতা নিয়ে এতে আরও পানি দিয়ে ভালো করে ফুটিয়ে লিকার করে নিন। এই লিকার দিয়ে চুল শ্যাম্পু করার পর চুল ধুয়ে নিন। নিয়মিত ব্যবহার চুল চকচকে হয়ে উঠবে।

(ওএস/এএস/মে ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test