E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এই গরমে বাইরে কাজে যাচ্ছেন? তাহলে আপনার জন্য এই ৬টি টিপস

২০১৪ মে ২০ ২১:৩৩:৪৬
এই গরমে বাইরে কাজে যাচ্ছেন? তাহলে আপনার জন্য এই ৬টি টিপস

গ্রীষ্মকালে যদিও অনেক গরম থাকে তারপরও এটি অনেকেরই পছন্দের ঋতু। কেননা এই গরমে থাকে মৌসুমি ফলের বাহার, আর মাঝে মাঝে বৃষ্টির মনোহর দেখা তো আছেই।

তবে যাই হোক না কেন, আজকাল যেন অসহ্য গরম পড়তে শুরু করেছে। আমাদের যাদের বাইরে বিভিন্ন কাজ করতে যেতে হয় তাদের জন্য বেশ কষ্টদায়ক হয়ে পড়েছে এখন এই ঋতুটি। এই গরমে বাইরে কাজে জান প্রতিদিন? তাহলে আপনার জন্যই আজকের এই ৬টি টিপস।

১. ধীরে ধীরে কাজ করুন :
গ্রীষ্মকালে আপনি আপনার বাহিরের কাজগুলো আস্তে আস্তে করুন। এতে বাহিরের গরমের সাথে আপনার শরীর মানিয়ে নেবে। এর ফলে পরবর্তীতে কোনো সমস্যা হবে না। তাছাড়া প্রচন্ড পরিমাণে গরমে বাহিরে যদি তাড়াহুড়ো করে কাজ করেন এটি শরীরের জন্য খুবই ক্ষতিকর। কেননা এমনিতেই এসময় শরীরে পানির ঘাটতি থাকে। ফলে তাড়াতাড়ি কাজ করতে গেলে আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন।

২. প্রচুর পরিমানে পানি পান করুন :
বাহিরে কাজ করতে গেলে আপনার এমনিতেই পানির পিপাসা লাগবে। এজন্য প্রচুর পরিমাণে পানি পান করুন। পানি খেলে ঘামের সাথে যে পানি বের হয়ে যাবে তা পূরণ হবে। ধরুন আপনার ঘামের সাথে হাফ লিটার পানি বের হয়ে গিয়েছে। এক্ষত্রে আপনি ১ লিটার পানি পান করবেন। এতে করে শরীর ভালো এবং সুস্থ থাকবে সাথে সাথে বাহিরে কাজ করতে বেশি কষ্ট হবে না।

৩. খাদ্যাভ্যাসের পরিবর্তন :
এই গরমে যদি আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনেন তাহলে গরমে বাহিরে কাজ করে কিছুটা আরামবোধ করবেন। এসময় লেবু জাতীয় ফল, বিভিন্ন ফলের সালাদ, ডাবের পানি বেশি পরিমাণে খাবেন। এগুলো আপনার শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করে এবং ত্বক পরিষ্কার করে। পাশাপাশি এই গরমে বিভিন্ন তেলের খাবার থেকে দূরে থাকুন। তাহলে শরীর বেশি ঘামবে না ফলে আপনি সুস্থভাবে কাজ করতে পারবেন।

৪. শারীরিক ব্যায়াম :
অনেকে মনে করেন এই গরমে শারীরিক ব্যায়াম করলে শরীর আরও বেশি ঘামে ফলে শান্তি পাওয়া যায় না। কিন্তু এই তথ্য পুরোপুরিভাবে সত্য নয়। আপনি যদি প্রতিদিন সকালে শারীরিক ব্যায়াম করেন তাহলে আপনার শরীরের অতিরিক্ত ঘাম বের হয়ে যাবে, আপনার পানি পিপাসা পাবে। ফলে আপনি বেশি করে পানি খাবেন যার পরিপ্রেক্ষিতে আপনার শরীর সুস্থ থাকবে। এতে করে আপনি প্রচন্ড গরমে বাহিরে কাজ করলেও আপনার শরীর ঠান্ডা থাকবে। এজন্য এখন থেকে প্রতিদিন সকালে শারীরিক ব্যায়াম করে গোসল করে কাজে বের হন।

৫. সুতি কাপড় পরে কাজে বের হোন :
প্রচন্ড গরমে সুতি কাপড় অনেক আরামদায়ক। কেননা সুতি কাপড় অতিরিক্ত ঘাম শোষণ করে নেয়। সুতি সাদা রংয়ের কাপড় আরও বেশি আরাম দেয়। ফলে বাহিরে কাজে বের হওয়ার আগে সুতি সাদা কাপড় পরে বের হতে পারেন।

৬. গোসল করুন :
বাহিরে কাজে বের হওয়ার আগে অবশ্যই গোসল করে বের হন। এতে করে আপনি কম ঘামবেন, শরীর ঠান্ডা থাকবে এবং আপনি কাজ করে শান্তি পাবেন।

(ওএস/এস/মে ২০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test