E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডেটিং এ যাওয়ার আগে একটু সর্তক হোন

২০১৪ মে ২৭ ১৪:৫৮:৫২
ডেটিং এ যাওয়ার আগে একটু সর্তক হোন

নিউজ ডেস্ক : বহু চেষ্টার পর তাকে রাজি করালেন দেখা করার জন্য। বিলাসবহুল রেস্টুরেন্টও নির্ধারণ করলেন প্রথম সাক্ষাতের স্থান হিসেবে। প্রথম সাক্ষাতের মঞ্চ প্রস্তুত। কিন্তু আপনার একটু ভুলের কারণে এতসব কষ্ট পণ্ডশ্রমে পরিণত হতে পারে। তবে এই ১০টি বিষয় অনুসরণ করলে আপনাকে বিপাকে পড়তে হবে না।

সুট টাই না পরা
প্রথম ডেট যাওয়ার সময় সুট টাই না পরায় ভাল। সুট টাই পরে ইমপ্রেস করতে গিয়ে উল্টো ফল হতে পারে। তবে পরিস্থিতি যদি এমন হয় যে আপনি একটি বড় কর্পোরেট হাউজে চাকুরী করেন। যেখান থেকে বেরিয়েই আপনি ডেটে যাবেন সেক্ষেত্রে আপনার সঙ্গিনী হয়তো বিষয়টি ইতিবাচকভাবে নেবে। তবে বসার আগে অবশ্যই চেহারা থেকে ফর্মাল ভাবটি ঝেড়ে ফেলতে হবে। সেজন্য টাই আর সুটটা একটু ঢিলা করে দিতে পারেন। সাধারণ পোষাক পরে গেলে অবশ্যই খেয়াল রাখবেন যাতে স্বাভাবিকের বেশি কিছু প্রদর্শিত না হয়।
একটু আগে পৌঁছানো
প্রথম ডেটিংয়ের ক্ষেত্রে নির্ধারিত সময়ের একটু আগে পৌঁছানো উচিত। সেটা হতে পারে ৫ বা ১০ মিনিট। সঙ্গিনীকে প্রথম দেখাতেই ইমপ্রেস করার সবচেয়ে সহজ উপায় হল তার আগেই পৌঁছানো। এতে তার মনে হবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। এক্ষেত্রে কোনোভাবেই দেরি করা চলবে না। এতে আপনার সম্পর্কে তার মনে বিরূপ ধারণা জন্মাবে।
তার চেয়ারটা বসার জন্য এগিয়ে ধরা
আপনার সঙ্গিনীর জন্য ছোট খাটো কিছু কাজ করতে পারেন। যেগুলো না করলে হয়তো আপনাকে সে খারাপ চোখে দেখবে না। তবে কাজগুলো করলে তার মনে হবে সে আপনার কাছে বিশেষ কিছু। এজন্য রেস্টুরেন্টে ঢোকার সময় দরজাটা মেলে ধরুন, বসার সময় তার চেয়ারটা ঘুরিয়ে দিন।
ফোনটা সরিয়ে রাখা
আপনার মোবাইলের রিংটোন বেজে ওঠা, বার বার ফোন টিপাটিপি এগুলো আপনার সঙ্গিনীর মনে যথেষ্ট বিরক্তির উদ্রেক করতে পারে। এজন্য সম্ভব হলে ফোনটা সাইলেন্ট করে পকেটে রাখুন। একান্তই সম্ভব না হলে টেবিলে উল্টে রাখুন। আর প্রয়োজনীয় ফোন ধরতে হলে, তাকে সরি বলে ফোনটা ধরে দ্রুত কথা শেষ করেন।
বেশি প্রশ্ন না করা
প্রথম ডেটিংয়ে সঙ্গিনী সম্পর্কে জানার জন্য খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করবেন না। প্রশ্ন করার পাশাপাশি তাকেও প্রশ্ন করার সুযোগ দিন। শুধু প্রশ্ন করে যাচ্ছেন পরিস্থিতিটা এমন হলে তার মনে হবে আপনি নিজেকে তার সামনে মেলে ধরছেন না। তাই তার সম্পর্কে জানার পাশাপাশি আপনার সম্পর্কেও তাকে জানতে দিন।
খুব হালকা কিংবা ভারি খাবার অর্ডার না করা
একেবারে হালকা কোনো খাবার যেমন শুধু সালাদের অর্ডার দিবেন না। আপনি ডেটিংয়ে গেছেন, ডায়েট করতে নয়। তাই বলে আবার খুব ভারি কোনো খাবার অর্ডার করতে বলবেন তাও নয়। এমন কিছুর অর্ডার করুন,যা নাড়াচাড়া করতে করতে দুজন সুন্দরভাবে কথা বলা চালিয়ে যেতে পারবেন।
খুব বেশি পান থেকে বিরত থাকা
অ্যালকোহল পিপাসী হিসেবে বন্ধু মহলে আপনার সুখ্যাতি আছে। সেই বাহাদুরি প্রথম ডেটিংয়ে না দেখানোই ভাল। তাতে আপনার সঙ্গিনী বিব্রত বোধ করবে। হয়তো ফেরার পথে আপনার সঙ্গেই ফেরার পরিকল্পনা ছিল। কিন্তু আপনার অতিরিক্ত পানীয় গ্রহণের কারণে আপনার সঙ্গে ফেরার মত ভরসা সে আর পাবে না। তাই অ্যালকোহল গ্রহণ যথাসম্ভব সীমিত রাখতে হবে।
সাবেক প্রেমিকার প্রসঙ্গ না তোলা
প্রথম ডেটিংয়ে গিয়ে নিজের অতীত প্রেম কাহিনী খুলে বসার দরকার নেই। এতে তার মনে বিরূপ প্রভাব পড়বে। বিষয়টি এভাবে চিন্তা করুন, প্রথম দেখাতেই সে আপনাকে তার সাবেক প্রেমিকের সঙ্গে কাটানো সময়গুলোর গল্প বলা শুরু করল। আপনার নিশ্চয় ভাল লাগবে না। তাই পুরনো কাসুন্দি ঘাঁটা থেকে বিরত থাকেন। অতীত বাদ দিয়ে ভবিষ্যৎ নিয়ে বিশেষ করে নিজেদের সম্পর্কে কথা বলুন।
ওয়েটারকে মোটা বকশিস দিন
যদি আপনি বিল মেটান অবশ্যই ওয়েটারকে ভাল মত বকশিস দেবেন। সেবার মান ভাল হোক আর না ই হোক বকশিসটা মোটা হওয়া চাই
শারীরিকভাবে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা না করা
প্রথম ডেটিংয়েই তার শরীরের স্পর্শ করা বা হাত ছোঁয়ানোর চেষ্টা করবেন না। কোনো মেয়েই সাধারণত প্রথম ডেটে সেভাবে চায় না। তাই এ ধরনের সুযোগ গ্রহণের চেষ্টা থেকে বিরত থাকুন।
(ওএস/এএস/মে ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test