E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কীভাবে বুঝবেন আপনার প্রেমিকা লোভী!

২০১৪ এপ্রিল ০৭ ১৫:৪০:১৭
কীভাবে বুঝবেন আপনার প্রেমিকা লোভী!

নিউজ ডেস্ক : প্রেম নিয়ে বেশ চিন্তিত। প্রেমিকার মন পেতে এটা সেটা করছেন, দ্বিধাহীনভাবে খরচ করে যাচ্ছেন তবুও হতাশ। টাকা খরচ করে কিছুতেই যেন কুলিয়ে উঠতে পারছেন না। পকেটের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। একি ভালোবাসা না মিছে আশা।

প্রেমিকার কারণে অতিরিক্ত খরচ হয় বলে অভিযোগ অনেক প্রেমিকেরই। সে যেন প্রেমিকের পকেটের কথা একেবারেই চিন্তা করে না। তবে কি আপনার প্রেমিকা লোভী? কিভাবে বুঝবেন?

দোকানে সবচেয়ে দামি জিনিষটা পছন্দ
প্রেমিকাকে নিয়ে কেনাকাটা করতে গেছেন। তার খেয়াল সবসময় দামি জিনিসটার দিকে। অধিকাংশ ক্ষেত্রে এ ধরণের প্রেমিকারা পুরোপুরি প্রেমিকের খরচেই চলে। এ ধরণের নারীদের থেকে দূরে থাকাই ভালো। আপনার প্রেমিকা যদি আপনার পকেটের কথা না ভেবে যখন তখন উটকো খরচ করতে পছন্দ করে তাহলে আপনার সাবধান থাকা উচিত। কারণ এ ধরণের প্রেমিকারা সাধারণত প্রতারক হয়ে থাকে।

আপনার আয় নিয়ে খোঁচা মারে
আপনার প্রেমিকা কি আপনার আয় নিয়ে কটু কথা শোনায়? যদি এমনটি হয়ে থাকে তবে আপনি ধরে নিতে পারেন আপনার প্রেমিকা লোভী স্বভাবের। কারণ শুধু মাত্র অর্থস্বল্পতার কারণে সে আপনার ভালোবাসাকে ছোট করে দেখছে এবং আপনাকে অপমান করছে।

সঞ্চয়ের কথা বলে না
আপনার প্রেমিকা যদি সবসময় তাঁর নিজের খরচ করেই চলে কখনো আপনার সঞ্চয়ের ব্যাপারে চিন্তা করেনা। তাহলে বুঝে নিন সে আপনার সাথে ভবিষ্যৎ কাটাতে চায় না। কারণ আপনার প্রেমিকা যদি আপনার সঙ্গে ঘর বাঁধার পরিকল্পনা করে থাকে তাহলে অবশ্যই সে চাইবে যেন আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন।

কারণে-অকারণে টাকা চেয়ে নেয়
আপনার প্রিয়তমা যদি আপনার নিকট থেকে কারণে অকারণে বড় অংকের টাকা নেয় কিন্তু তা কখনো ফেরত দেয়ার কথা বলে না। তবে আপনাদের সম্পর্কের ব্যাপারে ভেবে দেখা উচিত। এ ক্ষেত্রে আপনার আরও সাবধান হওয়া উচিত।


(ওএস/এটি/এপ্রিল ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test