E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বন্ধুদের কাছে যে বিষয়গুলো শেয়ার না করা ভালো

২০১৪ জুন ১৫ ১৩:৪৭:২১
বন্ধুদের কাছে যে বিষয়গুলো শেয়ার না করা ভালো

নিউজ ডেস্ক : সম্পর্কের কথা সবাইকে না বললেও নিকটস্থ বন্ধুর সঙ্গে শেয়ার করাটা অনেকেই পছন্দ করেন। কিন্তু এটা বেশিরভাগ ব্যক্তিই এটা ভুলে যান যে বন্ধুর কাছে কতটুকু শেয়ার করা উচিৎ। যার ফলে নিজেদের একান্ত ব্যক্তিগত কিছু ব্যাপারও শেয়ার করে ফেলেন।

যে কারণে পরবর্তীতে আপনার সঙ্গীটিকে বিব্রত হতে হয়। যার প্রভাব পড়ে আপনাদের সম্পর্কের উপর। তাই বন্ধুদের সঙ্গে আলোচনার সময় সঙ্গীর কোন কোন বিষয় শেয়ার করবেন না তা জেনে নিন-

অতীত
আপনাকে বিশ্বাস করে সঙ্গী তার অতীতের কথা আপনার সঙ্গে শেয়ার করে থাকেন। কিন্তু আপনি যদি বন্ধুদের সাথে এটা শেয়ার করেন, তবে তো তার বিশ্বাসটাই নষ্ট করলেন।

আয়
আপনার সঙ্গীর আর্থিক অবস্থা আপনাদের দু'জনের মাঝে সীমাবদ্ধ রাখাটাই ভালো। সঙ্গী চাকরি করছে কি করছে না এটা শেয়ার করলেও অন্তত তার বেতন সম্পর্কে কোনো আলোচনা করবেন না।

বিভিন্ন বদভ্যাস
একজন মানুষ শতভাগ শুদ্ধ হয় না। তার কিছু কিছু অভ্যাস আপনার কাছে খারাপ লাগতেই পারে। এ নিয়ে বন্ধুদের কাছে অভিযোগ না করে আপনার সঙ্গীর কাছেই করুন।

ভয়-ভীতি
ভয়-ভীতি নারী-পুরুষ কম বেশি সবারই থাকে। কিন্তু পুরুষরা সাধারণত তার ভয়-ভীতির কথা অন্যকে জানাতে পছন্দ করেন না। তার ভীতির ব্যাপারে জেনে থাকলেও তা অন্য কারও কাছে প্রকাশ করবেন না। তিনি অবশ্যই চাইবেন না এ ব্যাপারে অন্য কেউ জানুক।

অন্যদের ব্যাপারে তার মতামত
আপনার বন্ধুদের ব্যাপারে তার কিছু বলার থাকতে পারে, থাকতে পারে নিজস্ব কিছু মতামত। ভালো হোক, খারাপ হোক, তা বন্ধুদের জানাতে হবে এমন কোনো কথা নেই। বরং তাতে হিতে বিপরীত হয়ে যাবার সম্ভাবনা থাকে।

তার ধর্মীয় এবং রাজনৈতিক মতামত
নিজেদের মাঝে আপনারা হয়তো ধর্ম এবং রাজনীতি নিয়ে আলোচনা করেন। কিন্তু সঙ্গীর মতবাদ নিয়ে অন্য কারো সাথে আলোচনা না করাই ভালো। এতে বিদ্বেষ তৈরি হবার সম্ভাবনা থাকে। তিনি যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে নিজেই এসব ব্যাপারে অন্যদের জানাবেন।

আপনাদের ঝগড়া
একটা সম্পর্কের মাঝে ঝগড়াঝাটি হতেই পারে। আপনাদের দু'জনের মাঝে কোনো সমস্যা হলে তা সমাধানও আপনাদেরই করতে হবে। এর মাঝে অন্য কাউকে টেনে আনা একেবারেই অন্যায়। এ কারণে ঝগড়ার ব্যাপারটা অন্যদের না জানানোই ভালো।

গোপনীয় কিছু যা আপনার সঙ্গী জানেন না
আপনাদের সম্পর্ক যদি বেশ গভীর হয়ে থাকে তবে এই ব্যাপারটি বেশ গুরুত্বপূর্ণ। আপনার করা কোন কিছু আপনার বন্ধু জানে অথচ আপনার সঙ্গী জানে না। পরবর্তীতে যখন আপনার সঙ্গী বিষয়টি জানতে পারে। তাহলে তিনি খুবই কষ্ট পাবেন।

(ওএস/এটিআর/জুন ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test