E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গরমে আরামের সাজ

২০১৪ জুন ১৭ ১৩:০১:৪৬
গরমে আরামের সাজ

নিউজ ডেস্ক : গনগনে ঝাঁজাল রোদ। এমন গরমে সবাই চায় আরাম আর স্বস্তি। গরম বলে তো আর থেমে নেই কোনো কিছুই। বাঙালির বারো মাসের তেরো পার্বণের পাশাপাশি চলতে থাকবে অন্যান্য সামাজিকতাও। অনুষ্ঠানে যেতেও হবে সেজেগুজে। এ সময়ে সাজপোশাক নির্বাচনের ক্ষেত্রে তাই হতে হবে বিবেচক। পোশাকের রং আর উপাদান হওয়া চাই গরমের উপযোগী। সেই সঙ্গে সাজ ও অনুষঙ্গও হবে বাছাই করা; অন্য রকম।

এই সময়টায় বেছে নিতে পারেন সুতির কাপড়। যেকোনো অনুষ্ঠান বা পার্টিতে সুতি শাড়ি হয়ে উঠতে পারে আরামদায়ক৷ সুতি শাড়িতে প্রাকৃতিক রঙের টাই–ডাই, বাটিক, হাতের কাজ গরমে দেবে আরাম। সাধারণত নীল, পেয়াজ, মভ, বেইজ, হালকা লাল, ইট লাল—এই রংগুলো মানানসই। এই সময়ের যেকোনো অনুষ্ঠানের জন্য পোশাকের বা শাড়ির উপাদান হিসেবে সুতিকে গুরুত্ব দিতে হবে। আর লক্ষ রাখতে হবে, সুতির শাড়িটিও যেন খুব হালকা হয়। তাহলে পরেও আরাম।
চুলে বেণির বাঁধনে আরাম পাবেন, বেশ ট্রেন্ডিও দেখাবে৷ মাদুলি ধাঁচের গয়নায় সাজতে পারেন গরম বলে গাঢ় রং যে পরাই যাবে না, তা কিন্তু নয়। গাঢ় রং পরতে চাইলে বেছে নিতে হবে নীল, খয়েরি, সবুজ, বেগুনির বিভিন্ন শেড। এমনকি টকটকে লাল বাদ দিয়ে প্রাকৃতিক রঙে তৈরি লালের বিভিন্ন শেডও চলতে পারে এ সময়। এসব রং যেমন নিজেকে আরাম দেবে, তেমনি আরাম দেবে অন্যদেরও। যেকোনো পার্টিতে আর দশজন থেকে আলাদাভাবে চোখে পড়বে। আর শাড়ির নকশায় থাকতে পারে টাই–ডাই, বাটিক, হাতের কাজ, অ্যাপ্লিক বা প্রিন্ট। খুব ছিমছাম তবে গরমে আরাম পাবেন। সুতির পাশাপাশি পরতে পারেন ক্রেপ সিল্ক অথবা সফট সিল্ক। লক্ষ রাখতে হবে, সিল্কটা যেন পিওর আর হালকা হয়। শাড়ির ওজন যত কম হবে, পরে ততটাই আরাম পাবেন।


গরমে বেশি মেকআপের তো প্রশ্নই ওঠে না। যতটা সম্ভব সাজ হওয়া চাই ছিমছাম। খুব স্বাভাবিক টোনে সাজতে হবে, যতই জমকালো পার্টি হোক না কেন। চোখে আইলাইনার টেনে দেওয়া যেতে পারে। তবে কাজল যতটা কম ব্যবহার করা যায়, ততই ভালো। গরমে ছড়িয়ে পড়তে পারে চোখের কাজল। মভ, বাদামি, হালকা গোলাপি—সাজের ক্ষেত্রে এসব রংই এই সময়ে ট্রেন্ডি ও আরামদায়ক। তবে আফরোজার মতে, অনুষঙ্গ আর মেকআপে কিছুটা চিরায়ত ভাব এনে দেবে জমকালো আমেজ। এতে আরামের কমতি হবে না, তবে সাজে আসবে ভিন্নতা।
গয়নার ক্ষেত্রে রুপা, পুঁতি, তামা, সুতোর বিভিন্ন ধরনের গয়না চলতে পারে। মাদুলি, হাঁসুলির ব্যবহারও নিয়ে আসবে ভিন্নতা। ছিমছাম তাঁতের শাড়ির সঙ্গে পুঁতির বড় মালা কিন্তু নজর কাড়বে সবারই। অনুষ্ঠান বুঝে শাড়ির রঙের সঙ্গে মানিয়ে চুলে ফুলের ব্যবহার থাকতে পারে। এখন তো প্রকৃতি ভরে আছে অনেক রঙের ফুলে। সেখান থেকে একটা দুটো পরে নিলেই চলে।
গরমে থেমে থাকবে না উৎসব আয়োজন। কিন্তু গরম বলে বসে থাকলেও চলবে না। ভারী শাড়িগুলো নাহয় তোলাই থাক কিছুদিন। এই গরমে সুতি, সফট সিল্কের সঙ্গে হালকা রঙে টাইডাই, হাতের কাজ আর ছিমছাম সাজসজ্জাতে হয়ে উঠুন অনন্য। গরমে নিজেও থাকুন আরামে অন্যের চেখেও আসুক প্রশান্তি৷
(ওএস/এএস/জুন ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test