E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যেসব নারীদের নিয়ে বিপাকে থাকেন সহকর্মীরা!

২০১৪ জুন ২৮ ১৫:২৫:১৫
যেসব নারীদের নিয়ে বিপাকে থাকেন সহকর্মীরা!

নিউজ ডেস্ক : কর্মক্ষেত্রে নারী সহকর্মীদের কিছু স্বভাবের কারণে মুশকিলে পড়তে হয় পুরুষদের। তবে সব নারী সহকর্মীরা যে এরকম তা নয়,  কিছু বিশেষ স্বভাবের অধিকারিণী এই নারী সহকর্মীরা বেশ বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পাওে প্রতিটি অফিসের জন্য।

১. ফ্লার্টি : প্রত্যেক অফিসেই ফ্লার্টি নারী থাকেন কম বেশি একজন হলেও। এধরণের ফ্লার্টি নারীরা নিজেদের ফ্লার্টি ধরনের কথা বার্তা দিয়ে ইনিয়ে বিনিয়ে স্বার্থ উদ্ধারের চেষ্টা করেন।

২. স্বার্থপর : স্বার্থপর নারীরা কাজ উদ্ধারের জন্য অনেক বেশি আন্তরিকতা দেখালেও কাজ হাসিল হয়ে গেলে ফিরেও তাকান না। এমনকি যে উপকার করেছে তার বিপদেও এগিয়ে যান না এধরণের স্বার্থপর নারীরা।

৩. কূটনা স্বভাবের : কর্ম ক্ষেত্রে কিছু নারী থাকেন কুটনা স্বভাবের। এধরণের নারীরা সবার সাথেই সুসম্পর্ক বজায় রাখেন। কিন্তু সেটা শুধু মাত্র লোক দেখানো। একজনের কাছে আরেকজনের নামে মিথ্যে বদনাম রটানোই এধরণের নারীদের কাজ।

৪. ব্ল্যাকমেইলার : কর্মক্ষেত্রে কিছু নারী থাকেন ব্ল্যাকমেইলার। এধরণের নারীরা নানান রকম ফাঁদে ফেলেন পুরুষদেরকে। বিশেষ করে অফিসের বসকে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেইলের স্বীকার করে কর্মক্ষেত্রে সফলতা অর্জনের চষ্টো করে থাকেন এধরণের নারীরা।

৫. অতিরিক্ত অলস : অতিরিক্ত অলস প্রকৃতির কিছু নারীদের খুঁজে পাওয়া যায় কর্মক্ষেত্রে। নিজের কাজটুকু করার বেলায় খুব বেশি আলসেমি থাকে তাদের। কারণে অকারনে ফাকি দেয়ার সুযোগ খোঁজেন এই ধরণের নারীরা। এমনকি নিজের কাজটি অন্য কাউকে দিয়ে করিয়ে নেয়ার চেষ্টায় থাকেন সবসময়ে এধরণের নারীরা।

(ওএস/এটিআর/জুন ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test