E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শই বাঙালি জাতির প্রেরণা

২০১৭ নভেম্বর ০৪ ১৬:৩৬:৩৯
বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শই বাঙালি জাতির প্রেরণা

বিদ্যুৎ বড়ুয়া, ডেনমার্ক : ৩ নভেম্বর, ২০১৭ জাতীয় চার নেতার জেল হত্যা দিবস উপলক্ষে  ডেনমার্ক আওয়ামী লীগ এর উদ্যোগে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ডেনমার্ক আওয়ামী লীগ সভাপতি ইকবাল হোসেন মিঠু এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও ডেনমার্ক আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া।

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ও জাতীয় চারনেতার আদর্শকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে হবে। আজ অবধি যদি ১৫ অগাস্ট ও ৩ নভেম্বর এর হত্যাকান্ড না ঘটতো আজ বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো। বঙ্গবন্ধু শেখ মুজিব ও জাতীয় চারনেতার সঠিক দিক নির্দেশনার কারণে বাংলাদেশ আজ স্বাধীন রাষ্ট্রে পরিগণিত হয়েছে। পনের অগাস্ট এর হত্যাকারীরা ৩ নভেম্বর এর জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের ঘাতক। এই ঘাতকের দোসররা আজো বাংলাদেশের বিরুদ্ধে ষডযন্ত্রে লিপ্ত। এই সব দোসরদের আশ্রয় প্রশ্রয় দাতাদের অন্যতম বিএনপি জামাত এর বিরুদ্ধে দেশের জনগণকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি বঙ্গবনধু ও জাতীয় চারনেতার আদর্শ ধারণ করে আমাদের জাতি গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম , মোহাম্মদ ইউসুফ , মোতালেব ভূঁইয়া , হিল্লোল বড়ুয়া , আবদুল আল জাহিদ ,ফাহমিদ আল মাহিদ , ডাঃ সানন্দা , কোহিনূর মুকুল , সোমা সিদ্দিকা , আহসান উজ্জামান , রিয়াজুল আহমেদ , রিয়াদ হোসেন , অভিক হোসেন , সুমন দেবনাথ , ডেনমার্ক যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি জামিল আখতার কামরুল ,সাধারণ সম্পাদক আমির জীবন , ডেনমার্ক ছাত্রলীগ এর সভাপতি ইফতেখার সম্রাট , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ আরো অনেকে।

(বিবি/এসপি/নভেম্বর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test