E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডেনমার্কে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

২০১৮ ফেব্রুয়ারি ২২ ১৭:০৭:৩৫
ডেনমার্কে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

কোপেনহেগেন, ডেনমার্ক : গতকাল ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডেনমার্কে বাংলাদেশ দূতাবাস এক আলোচনা সভার আয়োজন করে।

দূতাবাসের হেড অফ চ্যান্সেরি ও প্রথম সচিব শাকিল শাহরিয়ার এর উপস্থাপনায় মান্যবর রাষ্ট্রদূত জনাব এম , মুহিত এর সভাপতিত্ব করেন।

জাতীয় মাতৃভূমি ও মাতৃভাষার জন্য আত্মত্যাগকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পরবর্তীতে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী বাণী পড়া হয়।

বক্তারা আলোচনা অনুষ্ঠানে বলেন, একুশে ফেব্রুয়ারি ভাঙালি জাতিসত্তার শেকড়ের অনুপ্রেরণর দিন। এই দিনটি ঐতিহ্যের পরিচয়কে দৃঢ় করেছে। বাংলা ভাষার রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্বের দরবারে সম্মানের আসন লাভ করেছে। এ ভাষার কবি রবীন্দ্রনাথ ঠাকুর অমর কাব্যগন্থ্য ‘গীতাঞ্জলী’ রচনা করে বিশ্বের সবচেয়ে মূল্যবান নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন ১৯১৩ সালে। এ ভাষার অসাধারণ প্রজ্ঞাবান মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঙ্গের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দিয়ে বাংলাকে নিয়ে গেছেন বিশ্ব পরিমণ্ডলে। একুশে ফেব্রুয়ারি উদযাপিত হয় সারা পৃথিবীতে একুশে আমাদের মননের বাতিঘর হিসেবে। একুশ এখন সারা বিশ্বের ভাষা ও অধিকারজনিত সংগ্রাম ও মর্যাদার প্রতীক। সারা বিশ্বের বিভিন্ন দেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের অহংকার ‘শহীদ মিনার’।

উপস্থিত ছিলেন প্রবীণ প্রবাসী ডেনমার্ক আওয়ামী লীগ এর উপদেষ্ঠা বাবু সুভাষ ঘোষ, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও ডেনমার্ক আওয়ামী সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা জাহিদ চৌধুরী বাবু, মাহবুব রহমান, নঈম বাবু, ইউসুফ আহমেদ, বোরহান উদ্দিন, খোকন মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

(বিবি/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test