E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ 

২০১৮ মার্চ ০৪ ১৭:২৭:১১
জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ 

নিউইয়র্ক : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট বুদ্ধিজীবী ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিভিন্ন প্রগতিশীল সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয় গত ৩ মার্চ (নিউইয়র্ক সময়) সন্ধ্যায় বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়।

সম্মিলিত সংস্কৃতিক জোট উত্তর আমেরিকার আহবায়ক মিথুন আহমেদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, উদীচী যুক্তরাষ্ট্র শাখার সহ সভাপতি সুব্রত বিশ্বাস, সাংবাদিক নিনি ওয়াহিদ, মুজাহিদ আনসারী, ঐক্য পরিষদ নেতা শিতাশু গুহ, মুক্তিযোদ্ধা ড. এম বাতেন, সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক রেজাউল বারী, ঘাতক দালাল নির্মূল কমিটির ফাহিম রেজা নূর, গণজারণ মঞ্চের প্রতিনিধি গোপাল স্যান্যাল, শুভ রায় প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, উপদেষ্টা জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন দেওয়ান, স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, আওয়ামী লীগ নেতা সোলায়মান আলী, সেক্টর কামান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্র শাখার সভাপতি রাশেদ আহমেদ, জাসদ নেতা নূরে আলম জিকো, নজরুল ইসলাম, সরাফ সরকার, সুশীল সাহা, আলি আহসান কিবরিয়া অনু, স্বীকৃতি বড়–য়া, গোপন সাহা প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা এই নগ্ন হামলার প্রতিবাদ জানিয়ে এই নগ্ন হামলার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

তারা ক্ষোভের সাথে বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি এখন ক্ষমতায়, তারপরেও প্রগতিশীলদের উপর একের পর এক হামলা চলছে।

তারা বলেন, এই ধর্মান্ধ শক্তিকে বাংলার মাটিকে থেকে ঐক্যবদ্ধভাবে উৎখাত করতে হবে। তা না হলে এভাবে হামলা চলতেই থাকবে। কোন কোন বক্তা বলেন, পুলিশি উপস্থিতিতে কীভাবে এই হামলা হলো? এর দায় রাষ্ট্র কোনভাবেই এড়াতে পারে না।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, একাত্তরের রাজাকারদের শেখ হাসিনার সরকারই বিচার করেছে। সুতরাং আমাদের শেখ হাসিনার উপর আস্থা রাখতে হবে। তিনি বলেন, সন্ত্রাসীদের রুখতে আমাদের ঐব্যবদ্ধভাবে কাজ করতে হবে।

(বিজ্ঞপ্তি/এসপি/মার্চ ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test