E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১৭ মার্চ কানেকটিকাটে সঙ্গীত একাডেমির ‘বসন্ত উৎসব’ 

২০১৮ মার্চ ১২ ১৫:৫৬:১৪
১৭ মার্চ কানেকটিকাটে সঙ্গীত একাডেমির ‘বসন্ত উৎসব’ 

নিউ ইয়র্ক : বাঙালির নিজস্ব সর্বজনীন প্রাণের উৎসব ঋতুরাজ বসন্তকে বরণ করতে প্রতি বছরের মতো এবারো যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেস্টারে উদযাপিত হয়েছে 'বসন্ত উৎসব ১৪২৪’। সঙ্গীত একাডেমির আয়োজনে আগামী ১৭ মার্চ শনিবার ২০১৮, ম্যানচেস্টার শহরের সেইন্ট মেরী ইপিসকোপাল চার্চের মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ বসন্ত উৎসব। খবর বাংলা প্রেস। 

অনুষ্ঠানে থাকবে আলোচনা, কবিতা আবৃত্তি, গান ও যাদু প্রদর্শনীর পাশাপাশি সঙ্গীত একাডেমির ছাত্র-ছাত্রীদের মনোমুগ্ধকর পরিবেশনা।আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন নিউ ইয়র্ক প্রবাসী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় কন্ঠশিল্পী ও কন্ঠযোদ্ধা শহীদ হাসান। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এ উৎসব।

এবারের বসন্ত উৎসব প্রসঙ্গে সঙ্গীত একাডেমির পরিচালক কৌশলী ইমা বলেন, শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে ওঠে প্রকৃতিকে বরণ করতেই প্রতিবছর আমরা বসন্ত উৎসবের আয়োজন করে থাকি। এ সময়ে গাছে গাছে আসে নতুন পাতা। স্নিগ্ধ সবুজ কচি পাতার ধীরগতিতে বাতাসের সঙ্গে বয়ে চলা জানান দেয় নতুন কিছুর। বসন্ত মানে পূর্ণতা।বসন্ত মানে নতুন প্রাণের কলরব। বসন্ত মানে একে অপরের হাত ধরে হাঁটা।

মিলনের ঋতু বসন্তই মনকে সাজায় বাসন্তী রংয়ে, মানুষকে করে আনমনা। বসন্তের পূর্ণতার এ দোলা ছড়িয়ে পড়ুক বাংলাদেশের সর্বত্র এবং সারা পৃথিবীর সকল বাঙালির ঘরে ঘরে। বাংলাদেশের নানা ধরনের সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আমাদের সঙ্গীত একাডেমির এ প্রচেষ্টা বলে উল্লেখ করেন তিনি।

(বিপি/এসপি/মার্চ ১২, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test