E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার স্বাধীনতা দিবস পালন  

২০১৮ মার্চ ২৯ ১৫:৩৬:০৪
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার স্বাধীনতা দিবস পালন  

প্রবাস ডেস্ক : গত ২৫ মার্চ রবিবার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটস্থ খাবার বাড়ী পার্টি সেন্টারে ৪৭তম মহান স্বাধীনতা দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভার জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির উপদেষ্টা গিয়াস মজুমদার, জাতীয় পার্টির উপদেষ্টা এডভোকেট নাহিনা শান্তা, উপদেষ্টা আব্দুর নূর বড় ভূইয়া। সভায় আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিছ উদ্দিন আহমেদ, সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, সহ সভাপতি খন্দকার আলী নাছিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দু করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মাহবুব হাসান সোহাগ, যুগ্ম যুব বিষয়ক সম্পাদক শফি আলম, জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল কাদির লিপু, সাধারণ সম্পাদক একেএম খায়রুল আলম, জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক শিল্পী শাহনাজ বেগম, সদস্য বাবলী হক, জাতীয় শ্রমিক পার্টির সহ সভাপতি আবিদুর রহমান, নিউইয়র্ক সিটি সভাপতি শুভংকর গাঙ্গুলী, নিউইয়র্ক ষ্ট্রেট সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন ও সদস্য ফরহাদ সোলায়মান।

সভার শুরুতে শহীদদের প্রতি ১ মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয় এবং নিহত সকল মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে পরম করুনাময়ের দরবারে মোনাজাত করা হয়।

স্বাধীনতার স্বাদ আমরা এখনো পাইনি, যেদিন ক্ষুধা ও দারিদ্র মোচন করে স্বনির্ভর একটি বাংলাদেশ হবে, যেখানে থাকবে না কোন অভাব অনাটন। এই স্বাধীনতার মাসে আমরা উন্নয়নশীল রাষ্ট্রের সোপনে পর্দাপণ করেছি।

বক্তব্য বলেন, স্বাধীনতার এই মাসে আমাদের সকলকে শপথ নিতে হবে পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ এর হাতকে শক্তিশালী করে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় পর্দাপণ করে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে ভূমিকা পালন করবো।

(এস/এসপি/মার্চ ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test