Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

লন্ডনের রাস্তায় সরব আওয়ামী লীগ

২০১৮ এপ্রিল ১৮ ১৭:২৫:৫৫
লন্ডনের রাস্তায় সরব আওয়ামী লীগ

লন্ডন : গত সোমবার থেকে শুরু হওয়া  ২৫তম কমনওয়েলথ সম্মেলন শুরু হয়েছে।  ৫২ দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অংশগ্রহণ করছেন। মঙ্গলবার সকালে লন্ডনের ওয়েস্টমিনিস্টার এবি এর সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন ও এবং বাংলাদেশের সামগ্রিক উন্নতি নিয়ে কথা বলেন। পরবর্তীতে বিকেলে মঙ্গলবার লন্ডনে ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে (ওডিআই) এক সেমিনারে বাংলাদেশের উন্নয়ন, সম্ভাবনা ও রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়ে কথা বলেন শেখ হাসিনা।

আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক বিষয় নিয়ে কর্মরত ওডিআই বিশ্বের নেতৃস্থানীয় থিংক ট্যাঙ্ক হিসেবে বিবেচিত হয়ে থাকে। ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট স্টোরি: পলিসি, প্রগেস অ্যান্ড প্রসপেক্টস’ শীর্ষক সেমিনারের সঞ্চালনা করেন ওডিআইয়ের নির্বাহী পরিচালক অ্যালেক্স থিয়ের।

এই সময় লন্ডনের সম্মেলন কেন্দ্র এর বাইরে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও ইউরোপিয়ান আওয়ামী লীগ এবং বিভিন্ন দেশ থেকে আগত নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগ এর সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপদেষ্টা জালাল উদ্দিন, সহসভাপতি সৈয়দ মোয়াজ্জেম আলী , যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী ,যুক্তরাজ্য ছাত্রলীগ এর সভাপতি তামিম আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত জয় সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সভাপতি অনিল দাশ গুপ্ত ,সাধারণ সম্পাদক এম,এ,গনি , যুগ্মসাধারণ সম্পাদক নজরুল ইসলাম , ডেনমার্ক আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, ফ্রান্স আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামান সহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হোটেল ক্লারিজে এর স্যুটে যুক্তরাজ্য আওয়ামী লীগ এর সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপদেষ্টা শামসুদ্দিন খান, জালাল উদ্দিন, ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এমএগনি, যুক্তরাজ্য আওয়ামী লীগ এর যুগ্মসাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, আনোয়ারুজ্জামান চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগ এর সভাপতি বেনজির আহমেদ সেলিম, সহ সভাপতি এমএকাশেম, ইউরোপিয়ান আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবর রহমান, ডেনমার্ক আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, স্পেন আওয়ামী লীগ এর সভাপতি আখতার হোসেন, ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি মনজুরুল হাসান চৌধুরী, আওয়ামী আইনজীবী পরিষদ এর সাধারণ সম্পাদক ডাল্টন তালুকদার সৌজন্য সাক্ষাৎ করেন।

(বিবি/এসপি/এপ্রিল ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ জুলাই ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test