E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টরন্টোয় সংখ্যালঘুদের বিক্ষোভ 

২০১৮ জুন ১৪ ১২:৪৫:২৪
টরন্টোয় সংখ্যালঘুদের বিক্ষোভ 

অরুণ দত্ত,  টরেন্টো (কানাডা) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার টরেন্টো সফরে মেট্রো টরেন্টো কনভেনশন সেন্টারে আওয়ামীলীগ কর্তৃক সম্বর্ধনা চলাকালীন সময়ে রবিবার ১০ই জুন হলের বাইরে এক প্রতিবাদ অবস্থান কর্মসূচি আয়োজন করে বাংলাদেশ মাইনরিটি রাইটস এলায়েন্স টরেন্টো কানাডা। 

এতে সংগঠনের ব্যানার সহ নেতা কর্মীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড যেমন: Stop atrocities on Minorities in Bangladesh, Equal rights for all, Justice for all, Stop extra judicial killing ইত্যাদি বক্তব্য সহ প্রতিবাদে অবস্থান নেয় যা সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেতে সক্ষম হয়।

অতি দু:খের সাথে জানানো যাচ্ছে যে, সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটা স্বারক লিপি দেওয়ার জন্য বাংলাদেশ হাই কমিশন এর কাছে এক সপ্তাহ আগে ই-মেইল পাঠিয়ে সৌজন্য সাক্ষাতের অনুমতি চেয়েও কোন উত্তর পাওয়া যায় নাই, এবং স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ এর কাছ থেকে আশানুরূপ আশ্বাস পাওয়ার পরও শেয পর্যন্ত সাক্ষাতের সুযোগ না পেয়ে বাধ্য হয়ে বিক্ষোভ সমাবেশ করতে হয়েছে।

পরিকল্পিত সংখ্যালঘু নির্যাতনে বর্তমান সরকারের রহস্যজনক নীরবতা আমাদেরকে ব্যাথিত ও বিস্মিত করে এবং সাথে সাথে মনে করিয়ে দেয়, স্বাধীনতা সংগ্রামে ও দেশ গঠনে আমাদের ত্যাগ কি কোন অংশে কম ছিল? শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ যেমন প্রশংসার দাবী রাখে তদ্রুপ আমরাও আমাদের সুরক্ষার সমান দাবি রাখি।

সরকার সংখ্যালঘু সুরক্ষা দিতে ব্যর্থ হলে এই উন্নয়ন টেকসই হবে না হতে পারে না, আমরা সম-অধিকার চাই, আমাদের উপর হওয়া অন্যায় অত্যাচারের বিচার চাই। কোন সম্প্রদায়কে দাবিয়ে রাখা যায় না। সরকারের উন্নয়ন যেমন সারা বিশ্ব দেখছে তেমনি সংখ্যালঘু নির্যাতনও দেখছে।সংগঠনের সভাপতি অরুন দত্ত সব নাগরিকের সুরক্ষা দাবী করে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।

(এডি/এসপি/জুন ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test