E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাইফুল সভাপতি, মান্নান সাধারণ সম্পাদক

আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতি’র নতুন কমিটি 

২০১৮ ডিসেম্বর ২৭ ১৬:০৩:৫২
আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতি’র নতুন কমিটি 

ইউএই প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর নতুন কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা ২৫ ডিসেম্বর মঙ্গলবার রাতে দুবাই রামাদা হোটেল হলরুমে প্রসাসের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ নূরল আবছার তৈয়বীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সর্ব সম্মতিক্রমে একুশে টেলিভিশনের ইউএই প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদারকে সভাপতি, বাংলাটিভি প্রতিনিধি আবদুল মান্নানকে সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির ইউএই প্রতিনিধি গিয়াস উদ্দিন সিকদারকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর ২০১৮-২০১৯ সালের নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাহাবুব হাসান হদয়(আরটিভি) সহ-সভাপতি নাছিম আকাশ (পূর্বকোণ), সহ-সভাপতি মোহাম্মদ ছালাহউদ্দিন (ইনকিলাব) , সহ সম্পাদক তাহের ভুইয়া, সহ-সম্পাদক মোহাস্মদ মুছা, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুব সরকার, অর্থ সম্পাদক সোহরাব হোসেন টুটুল, সহ-অর্থ সম্পাদক মনির উদ্দিন মান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল্লাহ খান শাহাজাহান, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শামীম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবদুস শাকুর, দপ্তর সম্পাদক খালেদ হোসাইন রনি, সহ-দপ্তর সম্পাদক ওবায়দুল হক মানিক, ক্রীড়া সম্পাদক কয়েছ আহমেদ, সহ-ক্রীড়া সস্পাদক মোহাস্মদ সেলিম, সাহিত্য সম্পাদক ওবায়দুল হক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাবিবুর রহমান ফজলু,ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী রেজা, নির্বাহী সদস্য মোহাম্মদ মুছা, নির্বাহী সদস্য জাহাঙ্গীর কবির বাপ্পী, নির্বাহী সদস্য হাসান মোরশেদ, নির্বাহী সদস্য ইকবাল বকুল।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আবু নাছের, অধ্যাপক আবদুস সবুর। সভায় বক্তারা বলেন, সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ ১৬ বছর নানা চড়াই উৎরাই পেরিয়ে আজোও প্রসাস তার ভূমিকার প্রশংসনীয় হয়ে আছে এবং আগামীতে থাকবে উল্লেখ করে তারা বলেন, প্রবাসে বাংলাদেশী কমিউনিটিকে সাথে নিয়ে প্রবাসীদের সুখ দুঃখে পাশে থেকে সাংবাদিকতার মহান পেশাকে অক্ষুন্ন রাখবেন বলেও আশা প্রকাশ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

(পি/এসপি/ডিসেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test