E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিহত ৫ বাংলাদেশির মরদেহ পাঠানোর পদক্ষেপ নিয়েছে হাইকমিশন

২০১৯ এপ্রিল ০৮ ২০:২০:২১
নিহত ৫ বাংলাদেশির মরদেহ পাঠানোর পদক্ষেপ নিয়েছে হাইকমিশন

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে পাঠানোর পদক্ষেপ নিয়েছে সেখানে বাংলাদেশ হাইকমিশন। এ ঘটনায় আহত ৪ বাংলাদেশিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (০৮ এপ্রিল) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়, মালয়েশিয়ার মুতিয়ারা কায়ামাস নামক কোম্পানির বিদেশি কর্মী বহনকারী একটি বাস রোববার (০৭ এপ্রিল) রাত ১১টার দিকে দুর্ঘটনায় পড়ে। এ সময় বাসে ৪৩ জন বিদেশি কর্মী ছিলেন। ওই দুর্ঘটনায় বাসচালকসহ মোট ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি কর্মী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া অপর ৪ জন বাংলাদেশি আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন।

দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে হাইকমিশনের কর্মকর্তারা দুর্ঘটনাস্থল, হাসপাতাল ও পুলিশ স্টেশন পরিদর্শন করেছেন। দ্রুততম সময়ের মধ্যে দেশে মরদেহ পাঠানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও আহতদের চিকিত্সার তদারকি করা হচ্ছে। আমরা দুর্ঘটনায় নিহতদের আত্মার রূহের মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

(ওএস/এএস/এপ্রিল ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test