E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফ্রেঞ্চ কাপ অনুর্দ্ধ ১৮ চ্যাম্পিয়ন প্যারিস নাইট রাইডার্স ক্রিকেট ক্লাব

২০১৯ সেপ্টেম্বর ১৫ ১৭:৩৯:৫২
ফ্রেঞ্চ কাপ অনুর্দ্ধ ১৮ চ্যাম্পিয়ন প্যারিস নাইট রাইডার্স ক্রিকেট ক্লাব

আবু তাহির, ফ্রান্স : ফ্রেঞ্চ ক্রিকেটে অনুর্দ্ধ ১৮ এর ফাইনাল ম্যাচে শ্রীলংকান ক্রিকেট ক্লাব গ্রিনি ক্রিকেট ক্লাবকে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ান ফ্রান্সে বাংলাদেশী মালিকানাধীন ক্রিকেট ক্লাব প্যারিস নাইট রাইডার্স।

প্যারিস নাইট রাইডার্স এর অধিনায়ক সাইমন হক টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ওলীদ আহমেদ এবং সহঅধিনায়ক আব্দুল মুহিত নাঈম এর ৮০ রানের পার্টনারশীপ এর উপর ভর করে প্যারিস নাইট রাইডার্স এর সংগ্রহ হয় ৮ উইকেটে ১৮০ রান।

নাঈম ৩৪ এবং ওলীদ আহমেদ ৩৭ রান করে আউট হলে প্যারিস নাইট রাইডার্স এর হার্ড হিটার জায়েদ ১১ বলে ২২ এবং হোসাইন ৭ বলে ১৬ রান করে রানের পাহাড় গড়েন ।

প্যারিস নাইট রাইডার্স এর ১৮০ রানের জবাবে খেলতে নেমে গ্রিনি ক্রিকেট ক্লাব , আব্দুল মুহিত নাঈম , জায়েদ , ওলীদ আহমেদ এর দুর্দান্ত বোলিংয়ে ১০৬ রানে অল আউট হয়।

প্যারিস নাইট রাইডার্স এর ওলীদ আহমেদ ২৪ রানে ৫ উইকেটে এবং আব্দুল মুহিত নাঈম ২ উইকেটে নেন ।

এদিকে ফ্রান্স জাতীয় ক্রিকেটের অনুর্দ্ধ ১৮ চ্যাম্পিয়ান হওয়াতে ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটিতে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

ফ্রান্স ক্রিকেট এর প্রেসিডেন্ট প্রভো বালান প্যারিস নাইট রাইডার্স ক্রিকেট ক্লাবকে অভিনন্দন জানিয়েছেন।

ক্লাবটির প্রধান উপদেষ্টা কবির হোসাইন পাটোয়ারী , ক্লাবের মিডিয়া পার্টনার ইউরো বাংলা টেলিভিশনের ব্যবস্থপনা পরিচালক আবু তাহির , ক্লাবের উপদেষ্টা বাংলা অটো ইকুলের পরিচালক সালাম হোসাইন রহমান , Bcf এর পরিচালক এম ডি নূর নাইট রাইডার্স এর ক্ষুধে ক্রিকেটারদের বিজয়ে কমিউনিটির সকল প্রবাসীদেরকে ক্লাবের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন ।

(এটি/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test