E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইতালির সিসিলি দ্বীপে ব্যাক টু ব্যাক ধর্ষণকান্ডে ৪ বাংলাদেশি ধর্ষক জেল হাজতে 

২০২০ জুন ১৮ ১৬:০৩:২৩
ইতালির সিসিলি দ্বীপে ব্যাক টু ব্যাক ধর্ষণকান্ডে ৪ বাংলাদেশি ধর্ষক জেল হাজতে 

মাঈনুল ইসলাম নাসিম : এক বছর না পেরুতেই পৃথক দু'টি ধর্ষনের ঘটনায় ইতালির সিসিলি দ্বীপের প্রধান নগরী পালেরমোতে মোট চার জন বাংলাদেশি এখন জেলহাজতে। গত বছরের ৪ জুলাই সংঘটিত প্রথম ঘটনায় স্থানীয় অধিবাসী ইতালিয়ান এক তরুণীকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে গ্রেফতারকৃত সাগর দেব(২১) ও ফেরদৌস খান(১৯) নামে দুই বাংলাদেশির পরিচয় প্রকাশিত হলেও চলতি বছর ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের পর্যটক ধর্ষণের ঘটনায় সাম্প্রতিক কালে গ্রেফতার হওয়া নতুন দুই বাংলাদেশি ধর্ষকের নামধাম এখনো জানানো হয়নি। মহামারির কারণে আদালতে তাদের বিচারিক প্রক্রিয়া শুরু হতে বেশ ক’মাস বিলম্বিত হয়৷

বাংলাদেশের জন্য লজ্জাজনক সর্বশেষ নেক্কারজনক ঘটনার বিবরণে জানা যায়, ছুটি কাটাতে সুদূর যুক্তরাষ্ট্র থেকে সিসিলি'র পালেরমো আসা ২৯ বছর বয়সী ঐ হতভাগ্য যুবতী ২১ ফেব্রুয়ারি দিনের শেষে নগরীর প্রাণকেন্দ্রে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ছবি তোলার সময় পালেরমোর অধিবাসী ৩০ বছর বয়সী সুচতুর এক বাংলাদেশির পাল্লায় পড়ে যান। ক্যাথেড্রাল এরিয়েতে প্রথমে হাই-হ্যালো দিয়ে শুরু করে বন্ধুত্বের ফাঁদে ফেলে দেয়া হয় মার্কিন পর্যটককে। সন্ধ্যা ঘনিয়ে আসার পর সুন্দর সুন্দর কথা বলতে বলতে যুবতীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় পুলিশ অফিসের ঠিক সামনে ভিল্লা বোনান্নো পার্কে।

পালেরমো পাবলিক প্রসিকিউটর অফিসের দেয়া তথ্য মোতাবেক সুযোগসন্ধানী বাংলাদেশি যুবক সেদিন সন্ধ্যার পর তার বন্ধু আরেক বাংলাদেশির সহায়তায় মার্কিন যুবতীকে পার্কের গাছগাছালির আড়ালে কম আলোতে নিয়ে গিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন চালায়। আত্মরক্ষার্থে ঐ যুবতী চিৎকার করে দূরে কারো দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালালেও ধুরন্ধর দুই ধর্ষকের কৌশলের কাছে হার মানেন। তীব্র ব্যাথা নিয়ে পরে স্থানীয় পলিক্লিনিক হাসপাতালে চিকিৎসকদের কাছে সব খুলে বলেন তিনি। ধর্ষণের আলামত সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পাবার পর চিকিৎসকরাই পুলিশ ডেকে কেইস ফাইল করান।

বিখ্যাত পর্যটন দ্বীপ সিসিলিতে ব্যাক টু ব্যাক রেপের ঘটনায় গতবারের ন্যায় এবারও বাংলাদেশিদের নাম উঠে আসায় সাগর বক্ষে সিসিলি'র সীমানা পেরিয়ে পুরো ইতালিতেই বাংলাদেশিদের ভাবমূর্তি এখন তলানিতে। বিগত বছরগুলোতে ইতালির অন্যান্য শহরেও বেশ কয়েকটি ধর্ষন মামলায় বাংলাদেশের নাগরিকদের দেখা গিয়েছে আদালতের কাঠগড়ায়। জাতীয় গণমাধ্যমে ফলাও করে বাংলাদেশিদের অপকর্মের ফিরিস্তি তুলে ধরা হয়েছে। ইতালিতে এতো সব দেশের অভিবাসীরা থাকতে ইদানিং রেপ কেইসে বার বার বাংলাদেশিদের নাম এলেও কোন মাথাব্যথা নেই বিভিন্ন শহরে ঘুমন্ত বাংলাদেশ কমিউনিটির।

(ওএস/এসপি/জুন ১৮, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test