E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কানেকটিকাটে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান উদ্ভোধন করলেন মার্কিন সিনেটর 

২০২০ আগস্ট ৩০ ২০:৫২:৪১
কানেকটিকাটে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান উদ্ভোধন করলেন মার্কিন সিনেটর 

প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে প্রবাসী বাংলাদেশির ব্যবসা প্রতিষ্ঠান উদ্ভোধন করলেন মার্কিন সিনেটর। স্থানীয় সময় শনিবার দুপুরে কানেকটিকাটের স্টেট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল করোনা মহামারিতে বাংলাদেশি মালিকানাধীন 'রুট সেভেন ট্রাভেল প্লাজা' নামের ব্যবসা প্রতিষ্ঠান উদ্ভোধন করে প্রবাসী ব্যবসায়ীদের উৎসাহিত করেন। যুক্তরাষ্ট্রে যখন প্রতিদিনেই হাজার হাজার মানুষ চাকুরি হারাচ্ছেন ঠিক তখনই নতুন ৬০টি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন কানেকটিকাটের বাংলাদেশি ব্যবসায়ী মীর সাব্বির আহমেদ।মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।  

বাংলাদেশির ব্যবসা প্রতিষ্ঠান উদ্ভোধনকালে সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল বলেন, আমার সাথে স্টেটের আরও অনেক কর্মকর্তারাই উপস্থিত আছেন। বাংলাদেশি মালিকানাধীন এ ধরনের একটি ব্যবসা উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আগামীতে প্রবাসীরা এ ধরনের ব্যবসার সম্প্রসারন বৃদ্ধি করে এ অঙ্গরাজ্যের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। কানেকটিকাটে বাংলাদেশিদের যে কোন সমস্যা দেখা দিলে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও প্রবাসীদের জানান সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল।

এএনজি পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রেসিডেন্ট/সিইও মীর সাব্বির আহমেদ বলেন, রুট সেভেন ট্রাভেল প্লাজায় প্রায় ৬০ জন মানুষের নতুন কর্মসংস্থান হবে। এদের অধিকাংশই বাংলাদেশি। এ প্লাজায় থাকছে সানোকো'র ২৪টি নজেল পয়েন্ট। এর মধ্যে ১৬ টি গ্যাস ও ৮টি ডিজেল। আগামী অক্টোবরে টেসলা ইলেক্ট্রোনিক ৮ চার্জিং স্টেশন বসবে। প্রায় ৯ হাজার ৬শ স্কোয়ার ফুটের এ প্রতিষ্ঠানের সোনিক রেস্টুরেন্টে-এ কাজ করবেন ৪০ জন, সানোকো গ্যাস ষ্টেশনে ১০ জন এবং এএনজি পেট্রোলিয়াম কর্পোরেশনে ১০ জন।

সাব্বির উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে করোনা মহামারিতে যখন প্রতিদিনেই হাজার হাজার মানুষ চাকুরি হারাচ্ছেন ঠিক তখনই নিজের ব্যবসা প্রতিষ্ঠানে নতুন ৬০টি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার এ বিষয়টি মুলধারার রাজনীতিবিদদের নজর কেড়েছে। ফলে তার আমন্ত্রণে মার্কিন সিনেটর (কানেকটিকাট) রিচার্ড ব্লুমেন্থাল প্রতিষ্ঠানের উদ্বোধন করতে সম্মত হয়েছেন।

আগামী বছর ড্যানবুরি, বৃস্টল ও টোরিংটন প্রত্যেকটি শহরেই প্রায় একই ধরনের আরও তিনটি স্টেট অব দ্য আর্ট ট্রাভেল প্লাজা চালু করা হবে। এএনজি পেট্রোলিয়াম কর্পোরেশনের আওতাধীন এসব ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ইতোমধ্যে জমি ক্রয় এবং নির্মাণ কাজ শুরু হয়েছে। এসব প্রতিষ্ঠানে ব্যাপক সংখ্যক কর্মসংস্থানের সুযোগ হবে বলে উল্লেখ করেন মীর সাব্বির।

মীর সাব্বির আহমেদ ও তার স্ত্রী নাজিয়া আহমেদ নিশি কানেকটিকাটের প্রথম বাংলাদেশি ব্যবসায়ী হিসেবে সোনিক রেস্টুরেন্ট ব্যবসার পরিচালনা করার জন্য ফ্র্যাঞ্চাইজের দায়িত্ব পেয়েছেন বলে জানান তিনি। মীর সাব্বির গত বছর কানেকটিকাটের নিউ মিলফোর্ডের ইকোনোমিক ডেভেলপমেন্টের কর্পোরেশনের পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হন।

উদ্বোধন অনুষ্ঠানে কানেকটিকাটের ষ্টেট রিপ্রেজেন্টেটিভ বিল বাকবি, নিউ মিলফোর্ড সিটি মেয়র পিট ব্যাস, কানেকটিকাটের প্রবাসী ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনীপেশার বাংলাদেশিসহ এবং বাংলাদেশ সোসাইটি অব কানেকটিকাট (বিএসসি)'র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রুট সেভেন ট্রাভেল প্লাজা'র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠানে নিজস্ব প্রতিষ্ঠানের জিনিষ পত্রের পসরা নিয়ে বসেছিল বিভিন্ন ধরনের ভেন্ডার (বিক্রেতা)। এছাড়াও প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশ সোসাইটি অব কানেকটিকাট (বিএসসি)'র সকল কর্মকর্তারা উপস্থিত থেকে অনুষ্ঠানে আগত অতিথিসহ সাধারন মানুষদের মাঝে বিনামুল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

(বিপি/এসপি/আগস্ট ৩০, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test