E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিউ ইয়র্কে সিনেটরের কল্যাণে অসুস্থ বাবাকে দেখার সুযোগ পেলো বাংলাদেশি ফারজানা

২০২০ সেপ্টেম্বর ২৪ ১৩:২৩:০৫
নিউ ইয়র্কে সিনেটরের কল্যাণে অসুস্থ বাবাকে দেখার সুযোগ পেলো বাংলাদেশি ফারজানা

প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট সিনেটর লুইস সিপুলভিদার সহায়তায় যুক্তরাষ্ট্রের আসার ভিসা লাভ করেছে ফারজানা। নিউ ইয়র্কের ব্রঙ্কসের গুরুতর অসুস্থ বাংলাদেশি নিজাম উদ্দিনের শেষ ইচ্ছা দেশে অবস্থানরত তার বড় মেয়েকে দেখার। অনেক চেষ্টা করেও মার্কিন ভিসা সংগ্রহ করতে পারেনি ফারজানা। অবশেষে যোগাযোগ করেন স্থানীয় নিউ ইয়র্ক স্টেট সিনেটর লুইস সিপুলভিদার সাথে। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

বাংলাদেশি নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে লিভার এবং কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউ ইয়র্ক প্রেসবাইটেরিয়ান হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন। তার শেষ ইচ্ছা বাংলাদেশে অবস্থানরত তার বড় মেয়েকে একটিবার দেখার। তার মেয়ে ফারজানা ভিসার জন্য আবেদন করলে বাংলাদেশেস্থ আমেরিকান এম্বেসি তা বারবার প্রত্যাখ্যান করেন। ডাক্তারের সার্টিফিকেটে দেখিয়েও কোন লাভ হয়নি।

গত সপ্তাহে কোমায় চলে যান নিজাম উদ্দিন। ক্যান্সারের ফোর্থ স্টেজে তার অবস্থান। জীবনের অনিশ্চয়তার আশঙ্কা ব্যক্ত করেছেন চিকিত্সকরা। নিরুপায় হয়ে বাবার শেষ আকাঙ্খা পুরনের জন্য দিশেহারা ফারজানা যোগাযোগ করেন নিউ ইয়র্ক স্টেট সিনেটর লুইস সিপুলভিদার সাথে। সেই মানবিক আবেদনে সাড়া দেন সিনেটর লুইস। নতুন করে ভিসার আবেদন করতে বলেন ফারজানাকে। সিনেটর যোগাযোগ করেন বাংলাদেশের আমেরিকান দূতাবাসে।

জানালেন মৃত্যুপথযাত্রী নিজাম উদ্দীনের শেষ ইচ্ছার কথা। গত রোববার (২০ সেপ্টেম্বর) দূতাবাস থেকে কল করা হয় ফারজানাকে। তাকে ডেকে এনে কোন ইন্টারভিউ ছাড়াই ভিসা দেয়া হয়। ফারজানার পরিবার বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু সিনেটর লুইস সিপুলভিদাকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

(বিপি/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test