E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

এশিয়ার তিন দেশ সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী 

২০২০ অক্টোবর ০১ ১৫:২৪:৫২
এশিয়ার তিন দেশ সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী 

প্রবাস ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আগামী সপ্তাহে জাপান, দক্ষিণ কোরিয়া ও মঙ্গোলিয়া সফর করবেন। সফরে মূলত চীন ও উত্তর কোরিয়া নিয়ে আলোচনা করবেন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার তার সফরসূচি ঘোষণা করেছেন।মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

গ্রিস, ইতালি ও ক্রোয়েশিয়া সফরের পরপরই পম্পেও’র এ এশিয়া সফর অনুষ্ঠিত হচ্ছে । ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর অঞ্চলটিতে ২০১৯ সালের জুলাই মাসের পর প্রথম সফর। সর্বশেষ ওই সময় তিনি থাইল্যান্ড সফর করেছিলেন।

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক দশকের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। চীনের করোনাভাইরাস মোকাবিলা থেকে শুরু করে বাণিজ্য, হংকংয়ে নতুন নিরাপত্তা আইন ও দক্ষিণ চীন সাগর নিয়ে বিশ্বের বৃহত্তম দুটি অর্থনীতির দেশের মধ্যে বিরোধ চলছে।

১৬ সেপ্টেম্বর ইউশিহিদে সুগার ক্ষমতা গ্রহণের পর পম্পেওই প্রথম মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা যিনি জাপান সফরে যাচ্ছেন। ৬ অক্টোবর জাপান সফরকালে পম্পেও অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনকে মোকাবিলায় এ অঞ্চলের বড়ো গণতান্ত্রিক দেশগুলোর সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করবেন। এই দেশগুলোর বৈঠকটি কোয়াড নামে পরিচিত। এটি কোয়াডের দ্বিতীয় বৈঠক।

এরপর তিনি উত্তর কোরিয়া নিয়ে আলোচনার উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়া যাবেন। ৭ অক্টোবর পম্পেও মঙ্গোলিয়া যাবেন। সেখানে ২০১৬ সালের পর তিনিই প্রথম মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিসেবে সফর করছেন।

(বিপি/এসপি/অক্টোবর ০১, ২০২০)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test