E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মিশিগান রাজ্য সরকারকে অপহরণ চেষ্টায় আটক ৬

২০২০ অক্টোবর ০৯ ১৫:৫২:৩৭
মিশিগান রাজ্য সরকারকে অপহরণ চেষ্টায় আটক ৬

প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রেচেন হুইটমারকে অপহরণের পরিকল্পনা সাজানোর দায়ে ছয়জনকে আটক করা হয়েছে। ‘উলভারিন ওয়াচম্যান’ নামে একটি দলের ওই ছয়জন মিশিগানের ডেমোক্রেটিক গভর্নর গ্রেচেন হুইটমারকে অপহরণের পরিকল্পনা করছিলেন বলে জানা গেছে। বৈশ্বিক প্রাণঘাতী নভেল করোনাভাইরাস প্রতিরোধে লকডাউনে বেশ কড়াকড়ি আরোপ করেন মিশিগানের গভর্নর। এ কারণে লকডাউনবিরোধী অনেক মিছিলে তাঁকে জার্মান শাসক অ্যাডলফ হিটলারের সঙ্গেও তুলনা করা হয়।মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

অভিযুক্ত ওই শ্বেতাঙ্গ দলটি বিশ্বাস করে, বেশ কিছু অঙ্গরাজ্যের গভর্নর মার্কিন সংবিধানের অমার্যাদা করছেন। তাই উগ্রবাদী এই দলটি মিশিগানের গভর্নরকে অপহরণের ছক কষছিল। আটক মোট ১৩ জনের মধ্যে ছয়জনের বিরুদ্ধে অপহরণের পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগ এনেছে এফবিআই। তাঁরা হলেন অ্যাডাম ফক্স, ব্যারি ক্রফট, কালেব ফ্র্যাঙ্কস, ড্যানিয়েল হ্যারিস, ব্র্যান্ডন ক্যাসেরটা ও টে গারবিন।

এ ঘটনার প্রতিক্রিয়ায় গ্রেচেন হুইটমার গণমাধ্যমকে বলেন, ‘গভর্নর হিসেবে বাইবেল ছুঁয়ে শপথ নেওয়ার সময় আমি জানতাম, কঠিন দায়িত্ব নিতে যাচ্ছি। কিন্তু এ ধরনের ঘটনার মুখোমুখি হতে হবে, তা ভাবতে পারিনি। আইনশৃঙ্খলা বাহিনীকে অনেক ধন্যবাদ।’

এদিকে এমন ঘটনার জন্য ডেমোক্রেটিক নেতা গ্রেচেন হুইটমার মার্কিন প্রেসিডেন্টের দিকে আঙুল তুলেছেন। হুইটমার বলেন, কিছুদিন আগেই ট্রাম্প বলেছিলেন, শ্বেতাঙ্গ উগ্রবাদীর অস্তিত্ব নেই। ট্রাম্পের এ ধরনের কথার কারণেই মূলত উগ্রবাদীরা আরও ভয়ানক হয়ে ওঠে।

এ ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে সহিংসতার শঙ্কা আরো তীব্র হচ্ছে। এর আগে রাজনৈতিক বিশেষজ্ঞেরা জানিয়েছিলেন, নির্বাচনকে ঘিরে উগ্রবাদী দলগুলো আরো সহিংস ও উগ্র হয়ে উঠতে পারে।

(বিপি/এসপি/অক্টোবর ০৯, ২০২০)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test