E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লার ঘটনায় নিউইয়র্কে প্রতিবাদ 

২০২০ নভেম্বর ০৮ ১৪:১৪:৩৯
কুমিল্লার ঘটনায় নিউইয়র্কে প্রতিবাদ 

প্রবাস ডেস্ক : কুমিল্লার মুরাদনগরে হিন্দু বাড়িঘর ভাংচুর, লুটপাট, আগুন, মহিলাদের উপর শারিরীক অত্যাচার ও মন্দিরে হামলা সহ প্রতিদিন দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার , হত্যা, ধর্ষণ, জোর পুর্বক ধর্মান্তরসহ অসংখ্য নির্যাতনের বিরুদ্ধে আজ শনিবার ৭ই নভেম্বর ২০২০ বিকাল ৫:৩০ মিনিটে জ্যাকসনহাইটস ডাইভারসিটি প্লাজায় হিন্দু কোয়ালিশন, আমেরিকার উদ্যোগে শতাধিক মানুষের উপস্থিতিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সভায় দীপক দাশের পরিচালনায় বক্তব্য রাখেন দীনেশ মজুমদার, গোবিন্দ বানিয়ে, নিতাই বাগচী, বিভাস মল্লিক, জয়দেব গাইন, রুপক নন্দী, শিতাংশু গুহ, ভজন সরকার, বিদ্যুৎ সরকার, রনবীর বড়ুয়া, ডা: টমাস দুলু রায়, সনজিৎ কুমার ঘোষ সহ অনেকে। জুম্মদের পক্ষে বক্তব্য রাখেন, মংএপ্রু, নিরময় তচঙ্গ্যা, আরাবিন্দু চাকমা প্রমুখ।

সভায় সংখ্যালঘুদের উপর অত্যাচার, ধর্ষণ ও জমি দখলের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান, অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান হয়। এতে দেশের প্রগতিশীল শক্তির নীরবতায় উষ্মা প্রকাশ করা হয়। সমাবেশ থেকে দীনেশ মজুমদার ও রণবীর বড়ুয়া ঘোষণা করেন যে, কুমিল্লাসহ সারাদেশে প্রতিদিন সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আগামী শুক্রবার বিকাল ২টায় জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সবাইকে উপস্থিত হবার জন্যে অনুরোধ জানানো হয়েছে।

(এস/এসপি/নভেম্বর ০৮, ২০২০)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test