E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৃটেনের কার্ডিফে আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালিত

২০১৪ আগস্ট ২১ ১৭:০০:০৭
বৃটেনের কার্ডিফে আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক : বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের বাংলাদেশ সেন্টারে গত ১৯শে আগষ্ট যুক্তরাজ্যের আওয়ামীলীগের ওয়েলস শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য, ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদের সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা এম এ মালিকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় এস এ রহমান মধু, গোলাম মর্তুজা, মল্লিক মোসাদ্দেক আহমদ, হারুন তালুকদার, লিলু মিয়া, জয়নাল আহমদ বকুল সেলিম আহমদ, আবুল কালাম মুমিন ও জহির উদ্দিন কাইয়ুম প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ওয়েলস আওয়ামীলীগ সেক্রেটারী এম এ মালিক বঙ্গবন্ধুর হত্যাকান্ডের দন্ডপ্রাপ্তদের বিদেশ থেকে নিয়ে ফাসির রায় কার্যকর করার জোর দাবী জানান।
সভাপতির বক্তব্যে ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মকিস মনসুর আহমদ বলেন ১৫ই আগষ্ট জাতির জনককে হত্যা করে ঘাতকরা বাঙ্গালী জাতির আত্ম পরিচয়কে ধ্বংস করতে চেয়েছিলো, বিলিন করতে চেয়েছিলো বাংলাদেশের অস্তিত্বকে মুছে ফেলতে চেয়েছিলো বঙ্গবন্ধুর নামকে। কিন্তু ওরা বুঝতে পারেনি ঘাতকরাই ইতিহাসের আস্তাকুড়ে নির্বাচিত হয়েছে। বঙ্গবন্ধু আজীবন মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছেন। যতদিন বাংলাদেশ থাকবে, জাতির জনককে সমগ্র জাতি ইতিহাসে স্বর্ণ অক্ষরে তাদের হৃদয় মন্দিরে ঢেকে রাখবে, তাহাই চিরন্তন সত্য বলে অভিমত ব্যক্ত করেন।
(বিএম/এএস/আগস্ট ২১, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test