E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিউইয়র্ক ট্রাফিক পুলিশে যোগ দিলেন আরও ১২০ বাংলাদেশি

২০২১ নভেম্বর ০৯ ১৪:৫০:০৪
নিউইয়র্ক ট্রাফিক পুলিশে যোগ দিলেন আরও ১২০ বাংলাদেশি

প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশ বিভাগের ট্রাফিক এজেন্ট হিসেব আরও ১২০ জন বাংলাদেশি যোগ দিয়েছেন। সাম্প্রতি পুলিশ সদর দফতরে নবাগত ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টদের গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে পুলিশ একাডেমির প্রশিক্ষণ শেষ ১৮১ জন নতুন ট্রাফিক পুলিশ এজেন্ট চাকুরির দায়িত্বভার গ্রহন করেন। অংশ নেওয়া ১৮১ জনের মধ্যে ১২০ জনই বাংলাদেশি। আর একাডেমির প্রশিক্ষনকালে সবচেয়ে বেশী নম্বর পেয়ে যিনি সেরা এজেন্ট বা ভ্যালিডিক্টোরিয়ান হবার গৌরব অর্জন করেছেন তিনিও একজন বাংলাদেশি। তার নাম রাফি কামাল। খবর বাংলা প্রেস।

১৮১ জন নতুন ট্রাফিক পুলিশ এজেন্ট নিউ ইয়র্কের ৫টি বোরোর বিভিন্ন অফিসে দায়িত্ব পালন করবেন। আগামী ২ সপ্তাহ পর আরও ২৩৫ জনের একটি গ্রুপের প্রশিক্ষন শুরু হবে। সেখানেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অংশ গ্রহন করবেন বলে জানা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীফ অব দ্যা ডিপার্টমেন্ট রোডনী কে হ্যারিসন। এছাড়া প্রায় ২ ডজন সিনিয়র কর্মকর্তাও উপস্থিত ছিলেন। ইউনিয়ন নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রিকি মরিসন, সকুনবি এলুফেমী, আলবার্ট স্লোহ, ডেরন ডেফ্রিটাস, সাঈদ ইসলাম, সৈয়দ উতবা, নিজাম উদ্দীন, কামরুজ্জামান এবং ইউনিয়নের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র এজেন্ট খান শওকত।

(বিপি/এসপি/নভেম্বর ০৯, ২০২১)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test