E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কোন আইনি বাধা নেই

২০২১ নভেম্বর ১৩ ১৫:১৮:৪১
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কোন আইনি বাধা নেই

প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে আর কোন আইনি বাধা নেই। সোসাইটির সাবেক সদস্য নিউ ইয়র্ক প্রবাসী ওসমান চৌধুরী আগামী ১৪ নভেম্বর রবিবার অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত সংক্রান্ত মামলা দায়ের করতে ব্যর্থ হওয়ায় সোসাইটির নির্বাচনে আর কোন আইনি বাধা থাকলো না।

শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে নির্বাচন স্থগিত সংক্রান্ত মামলা দায়ের করার কথা উল্লেখ করে গত ১০ নভেম্বর বুধবার বাংলাদেশ সোসাইটিসহ ৯ জনের নামে নোটিস জারি করেন। খবর বাংলা প্রেস।

ওসমান চৌধুরী মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস'কে জানান, আদালতের নিয়মানুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যথাসময়ে অনলাইনে জমা দিতে ব্যর্থ হয়েছেন ফলে তিনি তার সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার নির্বাচন স্থগিত সংক্রান্ত মামলা দায়ের করতে পারেননি। আদালতে সহযোগিতা করার জন্য তিনি একজনকে সাথে নিয়ে গিয়েছিলেন তিনিও অনলাইনে কাগজপত্র জমা দেওয়ার অনেক চেষ্টা করেছেন। কিন্তু আদালতের ওয়েবসাইটে গিয়ে যার ইনডেস্ক নম্বর ৭৮৫০/২০১৮-এর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হন। তবে তিনি আশা করছেন যে নির্বাচনের পর নির্বাচিত কমিটি ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করবেন।

আবার কিসের মামলা করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান যে পদ্ধতি বা প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তা সংবিধান বহির্ভূত। দু'বছর মেয়াদী কমিটির চলতি নির্বাচন ঘোষনার আগে নির্দিষ্ট সদস্য ফি দিয়ে কেউই সদস্যপদ নবায়ন করেননি এবং এমনকি ভোটার তালিকা হালনাগাদ না করার ফলে নির্বাচন নামক নাটকে সোসাইটির প্রচুর আর্থিক ক্ষতি সাধিত হয়েছে। তাই নির্বাচনের পর তিনি নতুন করে একটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

এ বিষয়ে বাংলাদেশ সোসাইটির নির্দিষ্ট আইনজীবি মোহাম্মদ আব্দুল আজিজের সাথে যোগাযোগ করা হলে তিনি মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস'কে জানান, শুক্রবার (১২ নভেম্বর) জামাইকার কুইন্স কাউন্টির সুপ্রিম কোর্টে দুপুর ১২:২০ মিনিটে তিনি শশরীরে উপস্থিত ছিলেন। মামলার বাদী ওসমান চৌধুরী তার যথাসময়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আদালতে উপস্থিত হয়েছিলেন কিন্তু আদালত তার কাগজপত্রের মুদ্রিত সংস্করণ (হার্ড কপি) গ্রহণ করেননি। করোনা মহামারির পর থেকে সব ধরনের প্রয়োজনীয় কাগজপত্র বা নথিপত্র আদালতের ওয়েবসাইটে গিয়ে জমা দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু তিনি সে নিয়মে নথিপত্র দাখিল করতে ব্যর্থ হয়েছেন। ফলে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিত সংক্রান্ত মামলা দায়ের করার আর কোন সুযোগ থাকলো না। একই সঙ্গে সোসাইটির নির্বাচনে আর কোন আইনি বাধাও থাকলো না। আগামী ১৪ নভেম্বর রবিবার যথানীয়মেই সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ঘটনায় কোন ভোটার যেন আর কোন বিভ্রান্তিতে না ভোগেন যে জন্য তিনি সোসাইটির সবাইকে সজাগ থাকারও অনুরোধ জানান।

উল্লেখ্য, ওসমান চৌধুরী ২০১৮ সালেও নির্বাচনে অংশ নিতে না পারার কারণে তার অধিকার ফিরে পেতে এবং তাকে বঞ্চিত করা হয়েছে এমন অভিযোগ এনে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে একটি মামলা দায়ের করেছিলেন কিন্তু বিজ্ঞ বিচারক তা আমলে নেয়নি। তিনি আগের মামলাটিকে পুরুজ্জীবিত করেছেন। যার ইনডেস্ক নম্বর ৭৮৫০/২০১৮। নির্বাচন স্থগিত সংক্রান্ত মামলার এ বিষয়টি জানিয়ে গত ১০ নভেম্বর বুধবার তিনি বাংলাদেশ সোসাইটি, এটর্নি মোহাম্মদ আব্দুল আজিজ, নির্বাচন কমিশন, সাবেক (প্রয়াত) সভাপতি কামাল আহমেদ এবং এবারের নির্বাচনে অংশ গ্রহণকারী রব-রুহুল পরিষদের আব্দুর রব মিয়া, রুহুল আমীন সিদ্দিকী, নয়ন-আলী পরিষদের কাজী আশরাফ হোসেন (নয়ন), মোহাম্মদ আলী নোটিস করেন।

নির্বাচনের ঠিক চারদিন আগে ওসমান চৌধুরী এহেন সিদ্ধান্তের ফলে সোসাইটির নির্বাচনে প্রার্থী ও ভোটারদের মাঝে নতুন করে বিভ্রান্তি দেখা দেয়। আদালতে গিয়ে নির্বাচন স্থগিত সংক্রান্ত মামলা দায়ের করতে ব্যর্থ হওয়ার ফলে প্রার্থী ও ভোটারদের মাঝে নতুন করে স্বস্তি ফিরে এসেছে।

(বিপি/এসপি/নভেম্বর ১৩, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test