E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শাহ হালিম

২০২১ নভেম্বর ১৯ ২২:৩৪:৩৪
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শাহ হালিম

প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের সাবেক চেয়ারম্যান শাহ হালিম এ বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লাইফটাইম অ্যাওয়ার্ড বা প্রেসিডেন্টের আজীবন সম্মাননা পেয়েছেন। তার এ অর্জনে উক্ত সংগঠনসহ প্রবাসী বাংলাদেশিরা অভিনন্দন জানিয়েছেন। খবর বাংলা প্রেস।

গত ২৫ বছর যাবত শাহ হালিম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের কর্মি হিসেবে কাজ করছেন করে জোড়ালো ভূমিকা ও অবদান রেখে যাচ্ছেন। তিনি ছয় বছর বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ-আমেরিকা সেন্টার স্থাপনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এছাড়াও তিনি বিগত ২০ বছরেরও বেশি সময় ধরে স্থানীয় মূলধারার সংগঠনসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করে চলেছেন। উক্ত সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে অসংখ্য সমাজ কল্যাণমূলক কাজে অবদান রেখেছেন। তিনি মূলধারায় অনেক সংগঠনের সাথে সমাজ উন্নয়নমূলক কার্যক্রসহ মানবাধিকার কার্যক্রম, সামাজিক ন্যায্যতা ইত্যাদি বিষয়ে অবদান ও ভূমিকা রেখেছেন। শুধু তাই নয়, তিনি স্থানীয় চার্চের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি উত্তর আমেরিকায় প্রবাসীদের সবচেয়ে বড় সংগঠন ফোবানায় নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ ১৫ বছর এবং ফোবানার চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০২০ সালে এবং কোভিড-১৯ মহামারীর ক্রান্তিকালে উত্তর আমেরিকা ও বাংলাদেশের ক্ষতিগ্রস্থ মানুষের জন্য অর্থ তহবিল সংগ্রহ করে তাদের সেবার জন্য ফোবানা থেকে উদ্যোগ গ্রহণ করে বিরাট ভূমিকা রেখেছেন।

বাংলাদেশের গোপালগঞ্জের অধিবাসী শাহ হালিম ব্যক্তিগতভাবে উচ্চশিক্ষা গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে গমন করেন তার স্বপ্নপূরণের জন্য। তার পিতা প্রয়াত শাহ আব্দুল হালিম ছিলেন একজন সমাজকর্মী ও সমাজনেতা এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট, বিজিএমইএ। হালিমের পরিবার ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তার পূর্বপুরুষদের অনেকেই সরকারী পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্টিত থেকে বিশেষ ভূমিকা পালন করেছেন।

শাহ হালিম তার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এবং বিশেষ করে এই সম্মানজনক প্রেসিডেন্ট'স লাফটাইম অ্যাওয়ার্ড অর্জন করে আমাদের সবাইকে গর্বিত করেছেন।

(বিপি/এসপি/নভেম্বর ১৯, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test