E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নিউ ইয়র্কে ঈদ উদযাপনে আলো ঝলমল জ্যাকসন হাইটস

২০২২ এপ্রিল ৩০ ১৭:৪৪:৪৬
নিউ ইয়র্কে ঈদ উদযাপনে আলো ঝলমল জ্যাকসন হাইটস

প্রবাস ডেস্ক : ঈদের সাজে সেজেছে নিউ ইয়র্কের এক টুকরো বাংলাদেশখ্যাত জ্যাকসন হাইটস। বাংলাদেশি অধ্যুষিত এ এলাকায় ঈদ উদযাপন উপলক্ষ্যে আলোকসজ্জায় সাজিয়েছেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)-এর কর্মকর্তারা।

আলোকসজ্জায় লেখা স্বাগতম জ্যাকসন হাইটস বা ওয়েল কাম জ্যাকসন হাইটস এ লেখার নিচে ‘ঈদ মোবারক’ লেখা বিভিন্ন দেশীয় পথচারিসহ মার্কিনিদের সবার নজর কেড়েছে।

শুক্রবার ফিতা কেটে আলোকসজ্জা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেবিবিএ'র প্রেসিডেন্ট হারুন ভূইয়া, সাধারন সম্পাদক ফাহাদ সোলায়মান, সহ-সভাপতি মোহাম্মদ আলম নমী, সম্পাদকমন্ডলীর সদস্য কামরুজ্জামান বাচ্চু, নির্বাচন কমিশনার মোহাম্মদ পিয়ার, কাজী মন্টু, মহসিন ননী, সেলিম হারুন, ড. রফিক আহমেদ, মোহাম্মদ দুলাল, আসিফ বারি টুটুল, হাসিনা বারি, আব্দুল হামিদ ও সাখাওয়াত বিশ্বাস প্রমুখ। জেবিবিএর উদ্যোগে এর আগেও ঈদ উপলক্ষে রমজানের শুরুতে আলোকসজ্জা করা হয়েছিল। কিন্তু ২০০৯ সালে তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৩ বছর পর আবারও বাংলাদেশি অধ্যুষিত এ এলাকায় ‘ঈদ মোবারক’ লেখা দেখে প্রবাসীরা কিছুটা দেশীয় আমেজ পেয়েছে বলে অনেকেই মন্তব্য করেন।

অতি সম্প্রতি জেবিবিএর নেতৃত্বে হারুন-ফাহাদ আসার পরই জ্যাকসন হাইটসে ক্রেতা-সাধারণের কাছে আরো বেশি আকৃষ্ট করতে নানামুখী পদক্ষেপের এটি অন্যতম একটি।

জেবিবিএর সেক্রেটারি এবং কুইন্স বরো প্রেসিডেন্টের ডেলিগেট ফাহাদ সোলায়মান বলেন, অনেক স্বপ্ন রয়েছে জ্যাকসন হাইটসকে ঘিরে। পর্যায়ক্রমে তার বাস্তবায়ন ঘটাতে সকলের আন্তরিক সহযোগিতা চাই।

ফাহাদ বলেন, এটি শুধু ঈদে নয়, সারা বছরই চালু রাখার পরিকল্পনা রয়েছে ভিন্নভাবে। এটি যে বাংলাদেশি-আমেরিকানদের এলাকা, তা অন্য কম্যুনিটিকেও জানান দিতে চাই। সকলে যাতে সম্প্রীতির বন্ধনে আবব্ধ থেকে কেনাকাটা করতে পারেন-তারও একটি প্রয়াস।

(বিপি/এসপি/এপ্রিল ৩০, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test