E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিউ ইয়র্কের পাতাল ট্রেনসহ টাইমস স্কয়ারে বন্দুক বহন নিষিদ্ধ

২০২২ অক্টোবর ২২ ১৫:৪৫:১২
নিউ ইয়র্কের পাতাল ট্রেনসহ টাইমস স্কয়ারে বন্দুক বহন নিষিদ্ধ

ইমা এলিস, নিউ ইয়র্ক : নিউ ইয়র্ক সিটির পাতাল ট্রেনসহ টাইমস স্কয়ারে বন্দুক বহন নিষিদ্ধ করা হয়েছে। এ দু'স্থানে আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না বলে রায় দিয়েছেন আদালত। এই রায়কে স্বাগত জানিয়েছেন সিটি মেয়র এরিক এডামস ও রাজ্য গর্ভনর ক্যাথি হোচুল।

৬ অক্টোবর সিরাকুজের ফেডারেল জাজ ঘোষিত এই নিষেধাজ্ঞা রদ করে অস্ত্র নিয়ে যাওয়ার পক্ষে রায় দিয়েছিলেন আদালত। এই রায়ের বিরুদ্ধে নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল লাটিশা জেমস আপিল করেন।

এরপর আপিল কোর্ট ১২ অক্টোবর ফেডারেল জাজের রায়কে স্থগিত ঘোষণা করে দেন। এদিকে সিটি মেয়র এরিক এডামসও টাইমস স্কয়ারে অস্ত্র নিয়ে যাওয়া নিষিদ্ধ করে একটি বিলে স্বাক্ষর করেছেন।

এরিক এডামস বলেছেন, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সিটি কাউন্সিল টাইমস স্কয়ার ও সাবওয়েতে বন্দুক বহন নিষিদ্ধ করেছে। এর ফলে এখন থেকে পাবলিক প্লেসসহ টাইমস স্কয়ার, মুভি থিয়েটার ও সাবওয়েতে বন্দুক নিয়ে যাওয়া যাবে না।

(আই/এসপি/অক্টোবর ২২, ২০২২)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test