E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইউকে ওয়েলস আ’লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত

২০১৪ নভেম্বর ০৬ ১৪:১৮:৪৮
ইউকে ওয়েলস আ’লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত

কার্ডিফ থেকে বদরুল মনসুর : বৃটেনের ওয়েলসের কার্ডিফ বাংলাদেশ সেন্টারে শোকার্ত হৃদয়ের শ্রদ্ধা জানিয়ে ইউকে ওয়েলস আওয়ামী লীগের উদ্যোগ গত ৪ নভেম্বর মঙ্গলবার রাত ১টায় জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদের সভাপতিত্বে এবং ইউকে ওয়েলস আওয়ামী লীগের সেক্রেটারী প্রাক্তন ছাত্রনেতা আব্দুল মালিকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু জাতীয় চার নেতাসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে নিরবতা পালনসহ দোয়া করা হয়।

আলোচনা সভায় জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও তাদের বর্ণাঢ্য জীবনের ওপর বক্তব্য রাখেন গোলাম মর্তুজা, লিয়াকত আলী, মো. ছালিক মিয়া, সেলিম আহমদ, রকিবুর রহমান, বাবুল আহমদ, আলমগীর আলম, নোমান চৌধুরী, এবি রুনেল, আবুল কালাম মুমিন, আব্দুল কাইয়ুম, জহির উদ্দিন আলী, বাহাউদ্দিন পাপলু, কামাল হোসেন, শেখ এম এ সালাম, ইকবাল আহমদ, মো. আনোয়ার, মোস্তাক আহমদ, শামীম আহমদ, আব্দুল কাদির, রাসেল আহমদ ও আব্দুর রউফ প্রমুখ।

ওয়েলস আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী সাবেক ছাত্রনেতা আব্দুল মালিক তার বক্তব্যে জেল হত্যাকাণ্ডের দণ্ডিতদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার জোর দাবি জানান।

সভাপতির বক্তব্যে ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জাস্টিস ফর বাংলদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র কনভেনার, প্রাক্তন ছাত্রনেতা মকিস মনসুর আহমদ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন জেল হচ্ছে মানুষের নিরাপদ আশ্রয়স্থল, অথচ কারা অভ্যন্তরে এ ধরণের বর্বর হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।

৭৫ এর ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা ও ৩ নভেম্বর জেলের ভিতর জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলার অপচেষ্টা চালিয়েছিলো বলে উল্লেখ করে তিনি সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় অবিলম্বে কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন ৭৫ এর ১৫ই অগষ্ট ও ৩ নভেম্বর জাতির জনকসহ স্বাধীনতার সফল চার রূপকারকে হায়েনারা শারিরিকভাবে হত্যা করলেও বাঙ্গালী জাতির হৃদয়ে তাদের অবদান চির অম্লান হয়ে থাকবে।

আলোচনা সভায় ওয়েলস আওয়ামী লীগ যুবলীগ জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে বঙ্গবন্ধু পরিষদ ও প্রজন্ম ৭১ এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(বিএম/এএস/নভেম্বর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test