E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আন্তর্জাতিক যুব সম্মেলনে যোগদান শেষে নিউইয়র্কে ফিরেছেন জুয়েল মিয়া

২০১৫ জুলাই ০৯ ১৪:০৭:২১
আন্তর্জাতিক যুব সম্মেলনে যোগদান শেষে নিউইয়র্কে ফিরেছেন জুয়েল মিয়া

আন্তর্জাতিক ডেস্ক : হিমালয় কন্যা নেপালের পর্যটন শহর পোখারায় অনুষ্ঠিত আন্তর্জাতিক যুব সম্মেলনে (রিলিজিয়াস ইয়ুথ সার্ভিস ২০১৫ ) আমেরিকান প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশের কৃতি সন্তান তরুণ সংগীত শিল্পী জুয়েল মিয়া। জাতিসংঘ এর শান্তি বিষয়ক সহযোগী সংস্থা ইউনাইটেড নেশনস ইউনিভার্সাল পিস ফেডারেশন আয়োজিত এ সম্মেলন গত ১০ জুন থেকে পোখারায় শুরু হয় এবং দেশটির রাজধানী কাঠমন্ডুতে শেষ হয় গত ১৬ জুন । 

সাফল্যের সাথে সম্মেলনে অংশ গ্রহণ এবং ভূমিকম্প বিধ্বস্ত এলাকার দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ শেষে তিনি আবার যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন । নিউইয়র্কে ফিরে আসার পর তিনি বাপসনিঊজ-এর সাথে তার নেপাল সফরের বিভিন্ন দিক তুলে ধরেন । জুয়েল মিয়া জানান, নেপালে সদ্য অনুষ্ঠিত আন্তর্জাতিক যুব সম্মেলনে বিশ্বের ৩০টি দেশের ৪০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় তরুণ সমাজের করণীয় নিয়ে সম্মেলনে অংশগ্রহণকারীদের সাথে ব্যাপক মত বিনিময় করেন তিনি । সম্মেলনের শিক্ষামূলক অধিবেশনগুলোতে জুয়েল মিয়া তার যুক্তি ও মতামত তুলে ধরেন এবং অন্যান্য অংশগ্রহণকারীর মতামত ও ব্যাখ্যা বিশ্লেষণেও অংশ নেন।

সম্মেলনের শেষ দুই দিন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কাঠমন্ডুর বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন জুয়েল । এ সময় তার সাথে ছিলেন নেপাল সরকারের মন্ত্রী ইকনাক ডাকাল ও বিভিন্ন পদস্থ কর্মকর্তা। তিনি তাদেরকে নগদ অর্থ, শুকনা খাবার, জামাকাপড়, গৃহস্থালীর সামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন । এছাড়া কাঠমন্ডু ও পোখারায় বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্কুল পরিদর্শনকালে তিনি ছাত্রছাত্রী ও শিক্ষকদেরকে প্রাকৃতিক দূর্যোগ সাহসীকতার সাথে মোকাবেলার জন্য অভিনন্দন জানান এবং ছাত্রছাত্রীদেরকে পড়াশুনায় মনযোগী হওয়ার জন্য উৎসাহিত করেন । তিনি তাদেরকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন। কাঠমন্ডুতে তিনি কাঠমন্ডু ভ্যালি ছাড়াও বসন্তপুর, ললিতপুর, বানেপা,পানুউতি, ধরমেশহরেও ত্রাণ বিতরণ করেন।

জুয়েল কাঠমন্ডুর প্রগতি একাডেমী স্কুল এন্ড কলেজ, ধারমাসতি গানিস পাবলিক স্কুল ও মেট্রো সেন্টার এতিমখানা পরিদর্শণ করে ছাত্রছাত্রী ও এতিমদেরকে বিভিন্ন উপহারসামগ্রী প্রদান এবং তাদের সমস্যা সম্পর্কে কথা বলেন। পোখারায় ডামসাইড বিদ্যালয়, সশাল পাবলিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেন। তিনি পোখারায় ফেওয়া তাল লেক শান্তি প্যাগোডা, সারাংকুট বিন্দুবাসিনী মন্দির, পোখারা জামে মসজিদ পরিদর্শন করেন। তাঁর সাথে ছিলেন মন্ত্রী ইকনাথ ডাকাল, কৃষ্ণ প্রসাদ পারাজুলি ডিসি কাস্কি ডিবিসন নেপাল প্রমুখ।

সম্মেলন শেষ হওয়ার পর জুয়েল কাঠমন্ডুর বিভিন্ন দূর্গম অঞ্চলে ত্রাণ বিতরণে অংশ গ্রহণ করেন। তার এই কার্যক্রমে নেপাল সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভূয়সী প্রশংসা করেন। জুয়েল নেপালের বিভিন্ন মন্ত্রণালয় থেকে দেয়া সার্টিফিকেট গ্রহণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশী আমেরিকান জুয়েল মিয়া ২০০৭ সালে ইমিগ্রান্ট হয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন ও পড়াশুনা শুরু করেন। বর্তমানে তিনি নিউইয়র্ক ষ্টেট ইউনিভার্সিটিতে ব্যাচেলর অব সাইন্সে অধ্যায়নরত। যেসব ব্যক্তি ও সংগঠন তার নেপাল সফরকে সফল করতে সহযোগীতা করেছেন এবং বিশেষভাবে যেসব সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠন নেপালে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকদের আর্থিক সহযোগীতা প্রদান করেছেন জুয়েল তাদের প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এছাড়া প্রবাসের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পক্ষ থেকে তার উদ্যোগের প্রতি অব্যাহত সমর্থন করে তাকে উৎসাহিত করায় তিনি সাংবাদিকদের প্রতিও তার কৃতজ্ঞতা জানান ।

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার অমৃতা গ্রামের হাজী দুদা মিয়ার পুত্র একজন তরুণ সংগঠক।

(এইচআইকে/এসএফকে/জুলাই ০৯, ২০১৫)

(ওএস/এএস/জুলাই ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test