E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাকার ফাঁসির রায় বহালে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের মিষ্টি বিতরণ

২০১৫ জুলাই ৩১ ১৪:৫৯:৫৯
সাকার ফাঁসির রায় বহালে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের মিষ্টি বিতরণ

এ কে মামুন : যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ও আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের সমর্থনে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে বৃটেনে ক্যাম্পেইনরত সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র উদ্যোগে সালাউদ্দিন কাদেরের ফাঁসির রায় বহালের সংবাদে গত ২৯ জুলাই রাতে বৃটেনের স্থানীয় রেস্টুরেন্টে এক আনন্দ সমাবেশ ও মিষ্টি বিতরনের আয়োজন করা হয়।

জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় কনভেনার সাবেক ছাত্রনেতা ও কমিউনিটি লিডার মকিস মনসুর আহমদের সভাপতিত্বে এবং সংগঠনের ডেপুটি কনভেনার ৭১’র বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শেখ মো: তাহির উল্ল্যাহ, আজির উদ্দিন, মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা মিছির আলী, হিফজুর রহমান খান, মাহবুব আলম চৌধুরী মাখন, গাবরু মিয়া, নুরুল ইসলাম বেলাল, লিয়াকত আলি, আসাদ মিয়া, আবুল হোসেন ওয়াদুধ, মুজিবুর রহমান জসিম, লিলু মিয়া, রুহল আমিন রুহেল, আলমগীর আলম, জহির উদ্দিন আলি, আব্দুল ওয়াহিদ বাবুল, সিতার আহমদ, হিরন মিয়া, শাহ মো: শাফি কাদির, এম এ রউফ, সিতাব আলী, রুহুল আমিন, আনহার মিয়া, কবি আসমা মতিন, হাবিবুর রহমান মকবুল, শামীম আহমদ, ফেরদৌস রহমান মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, শাহ রুকন আহমদ, সয়ফুল আলম, জুমা আহমদ লিটু, জয়নাল ইসলাম, আব্দুল মুহিত আফজল, আব্দুল বাছিত, রাধা কান্ত ধর, জুবায়ের আহমদ সেলিম, আমিনুর রহমান কাবিদ, লিপি হালদার, আমজদ হোসেন সানি, নজরুল ইসলাম কবির আহমদ, খায়রুল আলম লিংকন, দানিয়াল আহম দ, আনোয়ার হোসেন, আখলাকুর রহমান, সেলিম আহমদ, মুহিবুর রহমান মুহিব, আলহাজ্ব ছালিক মিয়া, রকিবুর রহমান, এ বি রুনেল, আবুল কালাম মুমিন, আব্দুল মুহাইমিন, সেলিম আহমদ, আজাদুর রহমান, মুহিদ রহমান, এম এ জাকির খাঁন, দেওয়ান ফাহিম চৌধুরী, ইকবাল আহমদ, এম এ রব, নজরুল ইসলাম ইমন, রাজিব আহমদ, শাওন রহমান, আনোয়ার হোসেন, এম সালাম, বদরুল মনসুর, জুয়েন মিয়া, ওয়াসিম সিদ্দিক, মাহমুদ আলি, এম এ সামাদ, সাজ্জাদ খান নিক্সন, শেখ মো: আনোয়ার, সেবুল আলি, আসকর আলি, আব্দুল হান্নান, শাহ আলম, রমিজ উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, হোসেন জাহাঙ্গীর, বদরুল হোসেন, সৈয়দ শামসুল হক, নজরুল ইসলাম প্রমুখ।

সভাপতির বক্তব্যে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কেন্দ্রীয় কনভেনার সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদ সালাউদ্দিন কাদেরের ফাঁসির রায় বহালের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার আরেকধাপ বিজয় হয়েছে বলে উল্লেখ করে বলে আইনের শাসন যেমন সূদৃঢ় হয়েছে তেমনি সত্যেরও জয় হয়েছে।

সমাবেশে সকল বক্তারা বর্তমান সরকারের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাকী যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার জোর দাবি জানান।

(ওএস/এএস/জুলাই ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test