E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুইডেনের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের কাছে আজকে কিছু প্রশ্ন

২০১৫ অক্টোবর ২৮ ২৩:৫৩:১১
সুইডেনের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের কাছে আজকে কিছু প্রশ্ন

নিউজ ডেস্ক : কিছুদিন চুপচাপ থাকার একটাই কারণ বিশিষ্ট আইন, গঠনতন্ত্র ও সংবিধান বিশেষজ্ঞদের বিজ্ঞ বাণী বর্ষণে একটু কাতর অবস্থা কাটিয়ে দলের গঠনতন্ত্রকে বোঝা ও শেখার চেষ্টায় মনোনিবেশ করিয়াছিলাম | আমি নিজেকে একজন সত্যে ও মানবতাবাদী মানুষ হিসাবে দাবী করি তাই সত্যকে জানার চেষ্টা করে সুইডেন বাসী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের কাছে আজকে কিছু প্রশ্ন রাখছি |

আসন্ন সুইডেন আওয়ামী লীগের নির্বাচন নিয়ে সুইডেন আওয়ামী প্রেমিকদের মাঝে সারা পরে গেছে, বিষয়টি দেখে বেশ ভালো লাগলেও অতি উত্সাহীদের মাঝে অভূতপূর্ব উদ্দীপনা দেখে মাঝে মাঝে মনে হয় সবাই কি বঙ্গবন্ধু আদর্শের সৈনিক নাকি অনেকেই সরকারী দলে নাম লেখাতে দাপাদাপি শুরু করেছেন | কার্যকরী পরিষদ যাচাই বাছাইয়ের পর কাউন্সিলারদের একটি তালিকা হাল নাগাদ ও প্রকাশ করিবে এটাই স্বাভাবিক নিয়ম হওয়া উচিত অতঃপর নির্ধারিত কাউন্সিল সভাতে কার্যকরী পরিষদ তাদের কর্মের ও অর্থের রিপোর্ট নির্বাচিত নির্বাচন পরিষদের প্রধানের নিকট দাখিল করিবার পর নির্বাচন কমিশন কার্যকরী পরিষদ কে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়া নতুন একটি নির্বাচন উপহার দিবেন |

বাংলাদেশ নির্বাচন কমিশনের বিধি মোতাবেক সুইডেন আওয়ামী লীগকে বাংলাদেশ আওয়ামী লীগের কোন শাখা না বলে সুইডেন আওয়ামী লীগকে বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রবাসী সমর্থক সংগঠন হিসাবে আখ্যায়িত করা যায় | তাই আমাদের উচিত দলের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন করিতে হইলে গঠনতন্ত্রকে সম্মানের সাথে বিবেচনা করা, প্রয়োজনে বিজ্ঞ ইউরোপিয়ান আওয়ামী লীগে অথবা বাংলাদেশ আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করিয়া গঠনতন্ত্রের বিষয়ে সঠিক তথ্য জেনে নেয়া|

সুইডেন আওয়ামী লীগের সভাপতি সাহেব কাউন্সিলের আগেই কাউন্সিলারদের সাথে সভা ডাকিয়া নির্বাচন কমিশন তৈরি করেন, তার আগে সম্মানিত ১৫ বছরের সভাপতি সাহেব একটি চিঠিতে কার্যকরী পরিষদের সম্পাদক বা সম্পাদক মণ্ডলী অথবা সাধারণ সদস্যদের কোরামের ভিত্তিতে ডাকা কোন অধিবেশন না সভার বৈধতাকে অস্বীকার বা পাশ কাটিয়ে নিজেই কাউন্সিলারদের সাথে সভা ডাক দিয়ে বসেন | আমার জানা মতে সভাপতি সাহেব সাধারণ সম্পাদককে একটি সভা ডাকার নির্দেশ বা আদেশ দেবার অধিকার রাখেন এবং বিধি মতে সংসদীয় প্রধানের দায়িত্ব সভাপতির আদেশ নির্দেশ পালন করা আর এটাই স্বাভাবিক নিয়ম | গঠন তন্ত্রের কোথাও সভাপতিকে অতি উত্সাহী হইয়া ক্ষমতা একরে ধরে রাখার জন্যে সভা ডাকার অনুমতি দেয়া হয় নাই, এই ক্ষেত্রে সভাপতি সাহেব একটি গঠনতন্ত্র বিরোধী কার্য করিয়া বসেন |

কাউন্সিলারদের সাথে নিয়ে ঘোষণা দেয়া নির্ধারিত কাউন্সিলের দিনের আগেই কাউন্সিলারদের সাথে সভাপতি সাহেবের বৈঠক করার মানেই হচ্ছে আইন বিরোধী কাউন্সিল সভা, যেখানে আবেদন পত্র ও আমন্ত্রণ পত্র পাওয়া কাউন্সিলারদের যাচাই বাছাই সম্পন্ন না করেই হেন পদক্ষেপ গ্রহণকে নিশ্চিত ভাবেই একটি গঠনতন্ত্র বিরোধী কর্ম হিসাবে আখ্যায়িত করা যায় |

সম্মানিত সভাপতি সাহেব যদি মনে করেন কাউন্সিল ও নির্বাচনের দিনক্ষণ ধার্য করার মানেই হচ্ছে কার্যকরী পরিষদের ক্ষমতার বিলুপ্তি ? তবে সভাপতি সাহেবর কাছ থেকে আমি সাধারণ সদস্য হিসাবে একটি ব্যাখ্যা আশা করছি |

কাউন্সিলারদের দাখিল কৃত আবেদন পত্র যাচাই বাছাই না করে তাদের সাথে সভা আয়োজন করা একটি গুরুতর গঠনতন্ত্র বিরোধী কর্ম, তাই সম্মানিত সুইডেন আওয়ামী লীগের সভাপতির বিরুধ্যে ইউরোপিয়ান আওয়ামী লীগ কি পদক্ষেপ নিবে সেটাই দেখার বিষয় | সবার প্রতি ভালোবাসা জানিয়ে জয় বাংলা বলে শেষ করছি

লেখক : মাহবুব আরিফ। সুইডেন প্রবাসী।

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test