E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মন্ট্রিয়ল কাঁপাতে যাচ্ছেন বলিউড খ্যাত আতিফ আসলাম

২০১৫ নভেম্বর ১২ ১৪:১৬:৪৫
মন্ট্রিয়ল কাঁপাতে যাচ্ছেন বলিউড খ্যাত আতিফ আসলাম


সদেরা সুজন সিবিএনএ : এবার মন্ট্রিয়ল কাঁপাতে আসছেন বলিউডের এ সময়ের জনপ্রিয় কন্ঠ শিল্পী ও চলচ্চিত্র অভিনেতা আতিফ আসলাম। আর মাত্র ক’দিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে এ মেগাশো। ইতিমধ্যে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে আতিফ আসলাম লাইভ ইন মন্ট্রিয়লের।

আগামী ২৯ নভেম্বর রবিবার মন্ট্রিয়লের সেন্ট ডেনিস থিয়েটারে জননন্দিত কন্ঠ শিল্পী আতিফ আসলামের প্রথম বারের মতো অনুষ্ঠিত হবে মেগা শো। পাকিস্তানে জন্ম নেওয়া বলিউডের নক্ষত্রখচিত পপ গায়ক এসময়ের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। বহুমুখি প্রতিভার অধিকারী আতিফ আসলাম একাধারে গায়ক-গীতিকার, অভিনেতা, গিটারবাদক হিসেবে খ্যাত। তারুণ্যে জ্বলমল এ শিল্পী খুব অল্প সময়েই জনপ্রিয়তার শীর্ষে স্থান করে নিয়েছেন।তাঁর যাদুকরী কন্ঠের সুরে বিমোহিত সঙ্গীত প্রেমিকরা ফলে তার খ্যাতি অল্প সময়েই আকাশছোঁয়া জনপ্রিয়তা উপমহাদেশে ছড়িয়ে পড়ে। বিশেষ করে তরুন প্রজন্মের কাছে আতিফ আসলাম খুবই প্রিয়।

মন্ট্রিয়লে এই মেগা শো’টির আয়োজক সংগঠন মন্ট্রিয়লের অদ্বিতীয় বিশ্বস্ত ‘স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট’। বাংলাদেশীদের গর্বিত সন্তান ত্রিরত্ন বলে খ্যাত তরুণ সংগঠক তানভীর, নন্দন ও আরিফ প্রতিষ্ঠিত স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট ইতিমধ্যে শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহান, মিকা সিং, রুনা লায়লার মতো বিশ্ব নন্দিত তারকাখচিত সঙ্গীত শিল্পীদেরকে মন্ট্রিয়লে এনে একের পর এক বিশাল জাঁকজমক মেগা শো সুন্দর সুশৃঙ্খলভাবে উপহার দিয়েছেন। তাদের অসাধারণ দক্ষতায় মেগা শোগুলো করাতে আতিফ আসলামের শো’র জন্য তেমন বেগ পেতে হবে না বলেই অনেক সঙ্গীত বিশ্লেষকরা বলছেন। মন্ট্রিয়লে বসবাসরত সাউথ এশিয়ান কমিউনিটিতে বাংলাদেশী এ ত্রিরত্নের সংগঠন স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের বেশ খ্যাতি রয়েছে ফলে টিকিট বিক্রিতে তেমন কষ্ট পেত হবে না বলে অনেকেই মনে করছেন। ইতিমধ্যে মেগা শো’র জন্য ব্যাপক সাড়া পড়েছে।

বলিউডের পপ গায়ক আতিফ আসলামের মেগা শো এখন কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। আর মাত্র ক’দিন মাত্র । অপেক্ষায় আছে সঙ্গীত প্রেমিক দর্শক শ্রোতারা। আয়োজক সূত্রে জানা গেছে টিকিট সরাসরি আয়োজকদের কাছ থেকে কিংবা সেন্ট ডেনিস থিয়েটার এবং অনলাইনে বক্স অফিসে পাওয়া যাবে। এখনো যারা টিকিট সংগ্রহ করতে পারেননি টিকিট কিংবা অন্য যেকোন বিষয়ে যোগাযোগ করতে পারেন তানভীর ৫১৪ ৯৬২ ৮৬৬২, আরিফ ৫১৪ ৮১৪ ৫২১৫, নন্দন ৫১৪ ৯৯৯ ৬১৫৩, ও (Theatrestdenis.com 514 790 1111 or 1.800.848.1594 Monday to Saturday: From 12 Noon to 6:00 PM) কিংবা www.sparkmanagement.net নামের ওয়েবসাইটে।

(ওএস/এএস/নভেম্বর ১২, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test