E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আটলান্টা প্রবাসী কবি গোলাম রহমানকে বাংলাধারা’র সম্মাননা

২০১৫ ডিসেম্বর ০৩ ১২:৫০:২৮
আটলান্টা প্রবাসী কবি গোলাম রহমানকে বাংলাধারা’র সম্মাননা

এবাদত উদ্দিন, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা প্রবাসী কবি গোলাম রহমানকে সম্মাননা দিয়েছেন স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিকসংগঠন‘বাংলাধারা’। গত রবিবার সন্ধ্যায় আটলান্টার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কবির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন স্থানীয় গবেষক ও লেখক ড.মুজিবুর রহমান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।

বাংলাধারার সমন্বয়কারী মাহবুবর রহমান ভুঁইয়ার সঞ্চালনায়অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় কবি, সাহিত্যিক,সাংবাদিক ও সাস্কৃতিক ব্যাক্তিত্বরা উপস্থিত ছিলেন। ছিলেন। এদের মধ্যেডা. মুহম্মদ আলিমানিক, লিয়াকত হোসেন আবু, সাজ্জাদ বিপ্লব, সায়মা জামান, মাইসুন মালিহা, শ্যাম চন্দ, ইলা চন্দ, এইচ এ আকমল, গাইডেন্স হকিন্সওএ এইচ রাসেল প্রমুখ।

কবি গোলাম রহমান সরকার ১৯৩৩ সালের ১ জানুয়ারি নরসিংদী জেলার সররাবাদ গ্রামেএক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম ছিল জমশেদআলি সরকার ও মাতার নাম ছিল আমেনা খাতুন। জমশেদ আলী ও আমেনা খাতুনের দুইপুত্র ও এক কন্যার মধ্যে কবি গোলাম রহমান সবার বড় ।তিনি ১৯৫১ খ্রীষ্টাব্দেমুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন ।

পাঁচ পুত্র ও পাঁচ কন্যার জনক কবি গোলাম রহমান দীর্ঘ দুই যুগেরও বেশী দিনধরে জর্জিয়ায় তার পুত্র জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি মিন্টুরহমানের সাথে বসবাস করছেন। দীর্ঘদিন প্রবাসে বসবাসকারী কবি গোলাম রহমান এপর্যন্ত ৫শরও বেশী কবিতা লিখেছেন। তার অধিকাংশ কবিতা নিউ ইয়র্ক থেকেপ্রকাশিত সাপ্তাহিক ঠিকানা, বাংলা পত্রিকা,এখন সময়, সাপ্তাহিক বর্ণমালাসহবিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। ২০০৯ সালে ঢাকার বিশাকা প্রকাশনী থেকে কবি গোলাম রহমানের ভালবাসা ও এসো যুদ্ধের ময়দানে নামে দুটি কাব্য গ্রন্থও প্রকাশিত হয়।

অনুষ্ঠানে ডোরাভিল সিটিকাউন্সিলের নব নির্বাচিত সিটি কাউন্সিলর মোহাম্মদ আবু নাসের, জর্জিয়াবাংলাদেশ সমিতির সভাপতি সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গির হোসেন ও আহমাদুর রহমানপারভেজ, জর্জিয়া আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী হোসেন ও সাধারণ সম্পাদকমাহমুদুর রহমান, জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজরুলইসলাম, ডিউক খান, মোহাম্মদ জসীম উদ্দিন, নাহিদুল খান সাহেল, মোহাম্মদ আলীখান সজল, মোহাম্মদ রহমান আজাদ, সাংবাদিক ও বাংলাধারার সমন্বয়কারী সামসুলআলম, গবেষক ও লেখক ড.মুজিবুর রহমান, কবিপুত্র জর্জিয়া বাংলাদেশসমিতির সাবেক সভাপতি মিন্টু রহমান ও মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

(এইচআর/ডিসেম্বর ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test