E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিউ ইয়র্কে ২০ বছর পর আবারো ‘ওয়ার্ম খ্রিষ্টমাস’

২০১৫ ডিসেম্বর ২৫ ১৮:০৬:২৯
নিউ ইয়র্কে ২০ বছর পর আবারো ‘ওয়ার্ম খ্রিষ্টমাস’

মিনারা হেলেন, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে নিউ ইয়র্কে আবারো পালিত হচ্ছে ‘উষ্ণ বড়দিন’। ২০ বছর আগে ১৯৯৬ সালে উষ্ণ তাপমাত্রা বড়দিন পালন করা হয়েছিল। এবারো প্রায় একই তাপমাত্রায় স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্ক ও পার্শ্ববর্তী বেশ কয়েকটি অঙ্গরাজ্যে উষ্ণ তাপমাত্রায় পালিত হচ্ছে বড়দিন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।

বড়দিনে নিউ ইয়র্ক ও পার্শ্ববর্তী বেশ কয়াকটি অঙ্গরাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৬১ থেকে ৬৪ ডিগ্রীর কাছাকাছি । এর আগে ১৯৮২ সালে ওই দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫৪ ডিগ্রী এবং ১৯৯৬ সালে এদিনের তাপমাত্রা ছিল ৬৩ ডিগ্রী। ২০বছর পরে সেই রেকর্ড ভাঙতে চলেছে। গত বৃহস্পতিবার প্রাক বড়দিনটিও বেশ উষ্ণতায় কেটেছে নিউ ইয়র্কবাসীর। দুপুর ১২টা নাগাদ তাপমাত্রা ছিল ৬৫ থেকে ৭০ ডিগ্রী। এটিও একটি রেকর্ড। একইসঙ্গে আবহাওয়াবিদদের দাবি বড়দিনের পরের দিন শনিবার তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে, রবিবার ফের বাড়বে উষ্ণতা। বৃহস্পতিবার নিউ ইয়র্ক ছাড়াও ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডা অঙ্গরাজ্যে তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে অনেক বেশি।

(ওএস/এএস/ডিসম্বের ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test