E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিউ ইয়র্ক প্রবাসীদের দাবির প্রেক্ষিতেই খালেদার বিরুদ্ধে মামলা

২০১৫ ডিসেম্বর ২৭ ১৪:৫৫:০৬
নিউ ইয়র্ক প্রবাসীদের দাবির প্রেক্ষিতেই খালেদার বিরুদ্ধে মামলা

সাবিত্রী রায়, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের দাবির প্রেক্ষিতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানিয়েছেন নিউ ইয়র্কের অ্যালায়েন্স অব বাংলাদেশি আমেরিকান। গত শুক্রবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় প্রতিবাদে রবিবার সকালে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে এ মামলাটি দায়ের করেন। বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ পরে দেবেন বলে জানান আদালত। একই দিন সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে মামলার গ্রহণ বিষয়ে শুনানি হয়। আদালত আবেদনকারীর জবানবন্দি গ্রহণ করেছেন। আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য রেখেছেন আদালত। সূত্র জানায়, এ বিষয়ে আজ আদেশ দেওয়া হতে পারে।

আবেদনে বলা হয়েছে, আসামির মন্তব্য মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের অবমাননার শামিল। তাঁর মন্তব্য বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তির সংগ্রামের ইতিহাসের বিরুদ্ধে নিন্দাবাদ, অপপ্রচার, ষড়যন্ত্রের অপরাধের শামিল। ওই মন্তব্য রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের শামিল।

আবেদনে আরও বলা হয়েছে, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কটাক্ষ করে, বঙ্গবন্ধুর অবদান ও ভূমিকাকে মিথ্যা অপবাদে প্রশ্নবিদ্ধ করে, বাংলাদেশ ও বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির বিরুদ্ধে নিন্দাবাদ করে আসামি দণ্ডবিধির ১২৩ (ক) ধারায় অপরাধ করেছেন। ঘটনা তদন্ত করে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিতে আদালতের কাছে আবেদন করেছেন আবেদনকারী। একই সঙ্গে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাঁকে বিচারের মুখোমুখি করারও আবেদন জানানো হয়েছে। গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে খালেদা জিয়া দাবি করেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না।

(ওএস/এএস/ডিসেম্বর ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test