E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে’
                         

২০১৫ ডিসেম্বর ৩১ ১৩:৫৮:৫০
‘প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে’                         

হাকিকুল ইসলাম খোকন : সোমবার সন্ধ্যা ৬টায় ৩৫-১৫, ৩৬ এভিন্যু এষ্টোরিয়া নিউইয়র্ক এর ক্লাব সনম পার্টি হলে শেরপুর জেলা সমিতি ইউএসএ-এর নব নির্বাচিত কার্যকরী কমিটি ২০১৫ -২০১৬ এর বণার্ঢ্য অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি শেরপুরের কৃতি সন্তান ও ১৯৭১-এর বীর মক্তিযোদ্ধা এবিএম সিদ্দিক প্রধান অতিথির বক্তব্যে বলেন, শেরপুর প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যানে কাজ করতে হবে।

শেরপুর জেলা সমিতি ইউএসএ-এর সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ণাঢ্য অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দিক।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার,বৃহত্তর ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন ও উন্নান পরিষদ এবং বৃহত্তর ময়মনসিংহ এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,জামালপুর জেলা সমিতি যুক্তরাষ্ঠ্রের সভাপতি এডভোকেট মোর্শেদা জামান, শেরপুর জেলা সমিতি ইউএসএ উপদেষ্ঠা অধ্যাপক আব্দুর রহমান, আবদুল মোতালেব, মাসুদ সরিফ, হামিদুর রহমান বৃহত্তর ময়মনসিংহ তারুন্য ইউএসএ সভাপতি ইমরুল কায়েম ও হুমায়ুন কবির। অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, কৃষিবিদ আশরাফুজামান ও বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক জামান। মঞ্চে ছিলেন সাধারন সম্পাদক এএসএম ফেরদৌস কামাল।খবর বাপসনিঊজ।

অনুষ্ঠানের প্ররাম্ভে উপস্থিতে বীর মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দিক ও শওকত আকবর রিচিকে ফুলের শুভেচ্ছা দিয়ে শ্রদ্ধা জানান ছোটমনি তানিসা ও ফারা।

প্রথম পর্বে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান। ২য় পর্বে কার্যকারী কমিটি পরিচিত পর্ব করিয়েদেন প্রধান অতিথি মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দিক। শপদ বাক্য পাঠ করান অন্যতম উপদেষ্ঠা অধ্যাপক আব্দুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এএসএম ফেরদৌস কামাল।এবং নব নির্বাচিত কার্যকরী কমিটি সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে শ্রদ্ধা জানান এবং বরণ করেন ছোটমনি তানিসা ও ফারা।

৩য় পর্বে ছিল জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব এর মনমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান। মাহবুব এর সঙ্গীতের তালেতালে সংগঠনের কর্মকর্তা ,উপস্থিত নারী ও শিশুদের নৃত্য হল ভর্তি দর্শক শ্রেতাগন বিপুল করতালি দিয়ে অভিন্ধিত করেন। উল্লেখ্য ১১ নভেম্বর ২০১৫ সর্ব সম্মতিকর্মে শেরপুর জেলা সমিতি ইউএসএ ২০১৫-২০১৬ কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তা গন হচ্ছেন সভাপতি আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবু সাদাত মোঃ সায়েম, সহ-সভাপতি হাজী এসএম আলম ও একেএম রুহুল আমিন, সাধারন সম্পাদক এএসএম ফেরদৌস কামাল, যুগ্ন সাধারন সম্পাদক মাসুদ পারভেজ ও জসিম মিয়া,সহ-সাধারন সম্পাদক এসএম আসাদুজ্জামান সেলিম , কোষাধ্যক্ষ মাহমুদুল আলম রনি, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পলাশ, সাংস্কৃতিক সম্পাদক ছাইফুল ইসলাম মনির, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক এসএম হক ঝন্টু, সমাজকল্যাণ সম্পাদক কোরবান আলী, আপ্যায়ন সম্পাদক খন্দকার মেহেদী হাসান জাহিদ, সাহিত্য সম্পাদক মোঃ ইয়াসিন, ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম, মহিলা সম্পাদক আরজুমান আরা শ্রভ্রা, কার্যকারী সদস্য সারওয়ার এ আলম, ওসমান গনি, খন্দকার এম রউফ উজ্জল। পাঁচ সাদ্য উপদেষ্ঠা মন্ডলী হলেন মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দিক, আব্দুর মোতালেব, অধ্যাপক আবদুর রহমান, মাসুদ সরিফ ও হামিদুর রহমান । শেষ পর্বে ছিল রকমারী আয়োজনে প্রীতি ভোজ। অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনা ও পরিচালনা করেন মনির হোসেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক ছাইফুল ইসলাম মনির।

অনুষ্ঠানের প্রারাম্ভে ৫২ এর ভাষা আন্দেলন, ৭১ এর মুক্তিযোদ্ধাসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দেলনে নিহতদের স্মরনে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় এবং বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

(ওএস/এএস/ডিসেম্বর ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test