E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেদারল্যান্ডের হেগ শহরে একুশে বইমেলা

২০১৬ ফেব্রুয়ারি ১২ ১৬:০৪:১২
নেদারল্যান্ডের হেগ শহরে একুশে বইমেলা

শেখর রায় : নেদারল্যান্ডের হেগ শহরে প্রিন্সগ্র্যাচের হিউম্যানিটি হাউসে বাংলাদেশ বিকল্প বইমেলা উদ্বোধন হবে ২১শে ফেব্রুয়ারি। এই বাংলা বইমেলার সংগঠক হেগ পিস প্রজেক্ট ও মুক্তমনা সমিতি।

এই মেলা উপলক্ষে সমবেত হচ্ছেন ইউরোপের অনেক দেশের বাঙ্গালিরা। মিলিত হচ্ছেন ইউরোপের অনাবাসী বাঙ্গালী সাহিত্যিক, শিল্পীরা। মিলিত হবেন মুক্তমনা ব্লগাররা। হবে মুক্তমনের ভাবনা চিন্তার আদান প্রদান। হবে প্রীতি ও শুভেচ্ছার আদান প্রদান। বাংলা ভাষার জয়গান গেয়ে আনন্দ মিছিলে মুখরিত হবেন বাংলার সুসন্তানরা, আলোকিত করবেন হেগ শহরের রাজপথ। জানালেন ওই আয়োজনে বিশেষ বক্তা হিসেবে আমন্ত্রিত সুইডেন প্রবাসী আরিফ মাহবুব।

বইমেলার আয়োজকরা দূরভাষে আরও জানালেন কোন বিশেষ পরিস্থিতিতে এই বইমেলা ও বঙ্গভাষা সাহিত্যের মিলন আয়োজিত হচ্ছে হেগ শহরে। এই সেই বিখ্যাত শহর যেখানে আন্তর্জাতিক ফৌজদারি আদালত অবস্থিত, যে শহর বিখ্যাত হয়ে আছে ন্যুরেমবার্গ বিচারের জন্য। কুখ্যাত স্বৈরতন্ত্রী শাসক হিটলারের জামানার অত্যাচারী ও খুনিদের বিচার হয়। কিন্তু বাঙ্গালী জাতির দুর্ভাগ্য যে হুমায়ুন আজাদ থেকে শুরু করে নিলয়, রাজীব, বাবু, অনন্ত, ফইজলসহ অনেক প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধিজীবীদের নৃশংস হত্যার কোন বিচার করে শাস্তি দিতে পারল না বাংলাদেশ সরকার ও তার বিচার ব্যবস্থা।

শুধু ব্লগার হত্যা করেই ওরা থেমে থাকেনি। মুক্তচিন্তার জনপ্রিয় কবি লেখকদের লেখা বইপত্র প্রকাশ ও বিক্রি অনিশ্চিত করা হয়েছে। প্রকাশক হত্যা করে প্রকাশকদের মধ্যে সন্ত্রাস ও ভীতি ছড়িয়ে দেয়া হয়েছে। ফলে এবারের ঢাকা বইমেলায় এইসব জনপ্রিয় সাহিত্যিকদের অমূল্য সৃষ্টি উৎসাহী পাঠকদের অগোচরেই থেকে যাবে, রুদ্ধ হবে বাংলা সাহিত্যের স্বাভাবিক বিকাশ। এই উদ্বেগজনক ও এক বদ্ধ পরিবেশে ঢাকা বইমেলার উজ্জ্বলতা বহুলাংশে ম্লান হবে। এই অনুজ্জ্বল দেশীয় পরিস্থিতিতে প্রবাসী বাঙ্গালীদের এই বিকল্প বইমেলার তাৎপর্য অসীম।

হেগ বাংলা বইমেলা সেজে উঠবে বিশ্বের বহু দেশে স্বমহিমায় প্রতিষ্ঠিত উজ্জ্বল বাঙ্গালী সাহিত্যিক শিল্পীদের অমূল্য সৃষ্টির ডালি নিয়ে। যে সৃষ্টি ইসলামী মৌলবাদের ভয়ে ভীত ও কম্পিত নয় বা রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠার জন্য সস্তায় বিকোয় না। বিশ্বের বিভিন্ন প্রান্তের নামি দামি প্রকাশকরা আসছেন তাদের প্রকাশিত মুল্যবান বই নিয়ে, আধুনিক জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, শিল্পের সমগ্র শাখা এসে মিলিত হবে হেগ শহরে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে।

এই একুশে বইমেলা হেগে স্মরণীয় হয়ে থাকবে বিশ্বের উজ্জ্বল গুণী নক্ষত্রদের উপস্থিতিতে। প্রদর্শিত হবে বাংলাদেশের ইসলামী মৌলবাদ তোষণের রাজনীতির শিকার সংখ্যালঘু জনগণ, দেশের স্বনামধন্য বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিকদের দুর্বিষহ অবস্থার উপর ডকুমেন্টারি ফিল্ম, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার সরকারি ভেদ নীতি ও ৫৭ ধারা নামক কালা আইনের যথেচ্ছার।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১২, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test