E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুইডেন আওয়ামী লীগের সম্মেলন : টান টান উত্তেজনা

২০১৬ ফেব্রুয়ারি ২৮ ২৩:৫৭:৫৯
সুইডেন আওয়ামী লীগের সম্মেলন : টান টান উত্তেজনা

মাহবুব আরিফ : সুইডেন আওয়ামী লীগের আসন্ন নির্বাচনী সম্মেলন নিয়ে বর্তমানে সুইডেনের শহরতলী রাজধানী স্টকহোল্মে। নির্বাচন বা নির্বাচনের প্রস্তুতি নিয়ে সদস্যদের মাঝে উত্তেজনা থাকবে এটাই স্বাভাবিক, সকল সংগঠনেই নির্বাচনের চিত্রটা দেখতে প্রায় একি রকম। ঐক্য ও কর্ম পদ্ধতিতে সকলকে সমমনা অনুভূতি নিয়ে এগিয়ে চলার পথকে রুদ্ধ করার অবকাশ থাকবে না, আমাদের সকলের প্রচেষ্টায় একটি সুন্দর ঐক্যের মাধ্যমে একটি সুস্থ সম্মেলন হবে এটাই সকলের প্রত্যাশা।

বিগত অনেকদিন যাবত সুইডেন আওয়ামী লীগের সম্মেলন না হবার একটি কারণ আমাদের কর্ম পদ্ধতিতে নানা ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা যার সম্পূর্ণ দায়ভার বর্তমান কার্যকরী পরিষদের উপরই বর্তায়, দীর্ঘ নয় বছর সম্মেলন বা নির্বাচন না হওয়ার দায়ভার থেকে বর্তমান কমিটিকে কোন ভাবেই নিষ্কৃতি দেয়া যায় না। এমত অবস্থায় পুরনো কমিটিকে নতুন করে সাজিয়ে নতুন কমিটি করার মানেই তা হচ্ছে পুরনো কাসুন্দিকে নতুন বোতলে ঢুকিয়ে দেয়া। এ কথা বলার অপেক্ষা রাখে না যে, বিগত নয় বছরে সুইডেনে আওয়ামী লীগে অনেক ত্যাগী কর্মঠ নেতা ও কর্মীদের আগমন ঘটেছে, সেই সব কর্মীদের মূল্যায়ন করতে না পারলে প্রবাসে আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থবির হওয়ার সম্ভাবনা থেকেই যায়।

বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতির শুরুটা সুইডেনের মাটি থেকেই পরিস্ফুটিত হয়, সুইডেন থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবনের যাত্রা শুরু হয়, সেই আলোকে বলতে গেলে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগে সুইডেনের আওয়ামী প্রেমীদের অবদান অপরিসীম। একটি সুন্দর বাংলাদেশ কে এগিয়ে নেবার জন্যে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কোনই বিকল্প নাই।

স্বনির্ভর বাংলাদেশে গঠনে শত বিতর্কের মাঝেও বর্তমান আওয়ামী লীগ সরকারের অবদান যুগান্তকারী। দেশে বিদেশে বর্তমান সরকারের কার্যক্রম প্রশংসা কুড়িয়েছে।
বলার অপেক্ষা রাখে না যে, অনেক কর্মঠ ত্যাগী ও কর্মঠ কর্মীদের মাঝে সিরাজুল হক রানাও একজন ত্যাগী ও পরিশ্রমী কর্মী। ক্ষুদ্র ঘটনা নিয়ে আসন্ন নির্বাচন বা সম্মেলনকে ঘিরে বিভিন্ন সংবাদ মাধ্যমে জনাব সিরাজুল হক রানার ক্ষোভের প্রকাশ ঘটে যা সত্যি অপ্রত্যাশিত ও দুঃখজনক, বিষয়টি বর্তমান কার্যকরী পরিষদ গুরুত্বের সাথে বিবেচনা করে সুষ্ঠু তদন্ত করে সুইডেন আওয়ামী লীগের কার্যক্রমকে এগিয়ে নিতে বলিষ্ঠ ভূমিকা রাখবে এটাই সবার কাম্য।

ঐক্যের বিকল্প নাই, ঐক্যই হোক আমাদের চলার পথের পথেও।
জয় বাংলা , বাংলাদেশ দীর্ঘজীবী হোক।

লেখক : সুইডেন প্রবাসী

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test