E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশে ভোটাধিকারের দাবি জানালেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা

২০১৬ মার্চ ০২ ১৬:২৯:২৯
দেশে ভোটাধিকারের দাবি জানালেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা

আমানত হোসেন, নিউ ইয়র্ক : দ্বৈত নাগরিকত্ব আইন সংশোধন করে বিদেশি নাগরিকত্ব গ্রহনকারী প্রবাসীদের বাংলাদেশি নাগরিকত্ব ও ভোটাধিকারের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন প্রবাসী বাঙালি কল্যাণ সমিতির (প্রবাকস) । গত মঙ্গলবার  নিউ ইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটে ডেপুটি কনসাল জেনারেল মো: সাহেদুল ইসলাম কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।

এ সময় প্রবাকসের সভাপতি মোশাররফ আলম বলেন, ‘আমরা বাংলাদেশে জন্মেছি। জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। ভোটাধিকার আমাদের ন্যায্য পাওন। তাই আমরা আমাদের ভোটাধিকার চাই। এ সময় প্রবাকসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দেওয়ান বজলু চৌধুরী,সহ-সভাপতি আবুল কে মজুমদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আখলাকুল আম্বিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে ১১ দফা দাবি পেশ করা হয়। জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকার, বিসিএসসহ সকল সরকারি চাকরিতে প্রবাসীদের কোটা, সংসদে প্রবাসীদের ৫০টি সংরক্ষিত আসন, ডেপুটি স্পীকার, মন্ত্রী, হুইপ ও সংসদীয় কমিটির সভাপতি পদে প্রবাসীদের নিয়োগ, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ, ডুয়েল সিটিজেন অ্যাওয়ার্ড প্রবর্তন, প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে সিটিজেন ডিপার্টমেন্ট এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের শীর্ষপদে প্রবাসীদের নিযোগের দাবি জানানো হয়।

এছাড়াও স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচনে ১ভাগ ভোটারের সমর্থন ছাড়াই স্বতন্ত্র প্রার্থী হবার সুযোগ এবং বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যাতে দলীয় প্রার্থী হতে পারে সেজন্য প্রতিটি রাজনৈতিক দলকে স্থানীয় সরকারে ৪০ভাগ এবং জাতীয় সংসদে ২০ ভাগ প্রার্থী দিতে কোটা সংরক্ষণ করার দাবি জানানো হয়।

(ওএস/এএস/০২ মার্চ, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test