E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কানেকটিকাটে সঙ্গীত একাডেমির বসন্ত উৎসব

২০১৬ মার্চ ১৫ ১৪:২২:৫১
কানেকটিকাটে সঙ্গীত একাডেমির বসন্ত উৎসব

এবাদত উদ্দিন, হার্টফোর্ড থেকে : বাঙালির নিজস্ব সর্বজনীন প্রাণের উৎসব ঋতুরাজ বসন্তকে বরণ করতে প্রতি বছরের মতো এবারো যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে 'বসন্ত উৎসব ১৪২২' আয়োজন করা হয়। গত শনিবার নিউ ইংল্যান্ড সঙ্গীত একাডেমি এ বসন্ত বরণ অনুষ্ঠানটির আয়োজন করেন।  

সুখ মাল্টিমিডিয়ার তত্ত্বাবধানে স্থানীয় ম্যানচেস্টার শহরের একটি গির্জার মিলনায়তনে বিকেল ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে এ উৎসব। অনুষ্ঠানে বসন্তের গান, কবিতা ও যাদু প্রদর্শনীর পাশাপাশি ছিল নানা আয়োজন। সঙ্গীত একাডেমির ছাত্র-ছাত্রীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের সারাক্ষণ মাতিয়ে রাখেন।

স্থানীয় আবৃত্তিকার ফারহানা রশিদ লুনা’র উপস্থাপনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সমকালীন ও লোকগানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সঙ্গীত একাডেমির পরিচালক কৌশলী ইমা, নিউ ইয়র্ক থেকে আগত অতিথি শিল্পী প্রবাসের জনপ্রিয় ষ্টারসার্চের সেরা কন্ঠশিল্পী খায়রুল ইসলাম সবুজ, হ্যাপী মোদক এবং কানেকটিকাটের সুপরিচিত কন্ঠশিল্পী মাহবুব নাজমি জুবায়ের ও রশিদা আখন্দ লাকী। শিল্পীদের তবলায় সঙ্গত করেন উত্তর আমেরিকার প্রখ্যাত তবলাবাদক তপন মোদক ও রনি হাওলাদার। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আলবেনি প্রবাসী জনপ্রিয় যুগল আবৃত্তিকার মিজান প্রধান ও কবি ফারহানা পলি এবং কানেকটিকাটের সুপরিচিত আবৃত্তিকার মোল্লা বাহাউদ্দিন পিয়াল।

এছাড়াও সঙ্গীত একাডেমির শিক্ষার্থীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন বর্ষা সরকার, মিষ্টি চক্রবর্তী, তাসমিহা আমীর, বেবী হাওলাদার, জেসমিন রোজারিও, ব্রিয়ানা, সুমাইয়াহ সুখ ও ফিহা আমীর (আরোরা)।

বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত তরুণ-তরুণীদের বসন্তবরণের উচ্ছ্বাসে জমে উঠে এ উৎসব। গত কয়েক বছর ধরেই কানেকটিকাটে এ বসন্ত উৎসবের আয়োজন করে আসছে সঙ্গীত একাডেমি। অনুষ্ঠানের শেষ পর্বে আকর্ষনীয় জাদু প্রদর্শন করেন নিউ ইয়র্কসহ উত্তর আমেরিকার জনপ্রিয় বাংলাদেশি জাদুশিল্পী খান শওকত। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক সাবেদ সাথী।

বসন্ত উৎসব প্রসঙ্গে সঙ্গীত একাডেমির পরিচালক কৌশলী ইমা বলেন, বাংলাদেশের নানা ধরনের সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আমাদের এ প্রচেষ্টা। আমরা এর ধারাবাহিকতা অব্যাহত রাখবো। অভিভাবকরা অনেক কষ্ট করে তাদের প্রিয় সন্তানদের এই সঙ্গীত একাডেমিতে নিয়মিত গান শেখাতে নিয়ে আসেন। উভয়ের সহযোগিতায় নতুন প্রজন্মের এই শিক্ষার্থীরা গানের পাশাপাশি বাংলা শেখারও একটা সুযোগ পাচ্ছে। তিনি বলেন, এখানে বেড়ে উঠা শিশু-কিশোররা খুব সহজেই বাংলা ভাষায় কথা বলতে চান না। তারা বাংলাকেও ইংরেজির মত করে উচ্চারন করে থাকেন। প্রত্যেকঅভিভাবকরা যদি ঘরে ঘরে শিশুদের সঙ্গে বাংলায় কথা বলেন তাহলে সহজেই শিশুরা তা আয়ত্ত করতে পারেন। এজন্য অভিভাবকদের আরো সচেতন হতে হবে। অনুষ্ঠানে আগত উপস্থিত দর্শক-শ্রোতাসহ সকল অভিভাবক ও পৃষ্টপোষকদেরকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

(ওএস/এএস/মার্চ ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test