E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মদের জানাতে হবে’

২০১৬ মার্চ ২১ ১৪:৪৩:০৬
‘বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মদের জানাতে হবে’

হাকিকুল ইসলাম খোকন : যুক্তরাষ্ট্র প্রবাসী বঙ্গবন্ধু’র অনুসারীদের নিয়ে সার্বজনীন কমিটির উদ্যোগে গত ১৯ মার্চ শনিবার, সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্কের বাঙ্গালী অধ্যষিত জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু’র অন্যতম ঘনিষ্ট সহচর সাবেক এমএনএ প্রয়াত এডভোকেট দেওয়ান আশরাফ উদ্দিনের তনয় আয়োজকদের অন্যতম নিউইয়র্ক প্রবাসী সংগঠক দেওয়ান আশরাফুল আলম ও রিনা আবেদীন –এর সুন্দর উপস্থাপনায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু’র ৯৬তম জন্মদিনের আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন অধুনালুপ্ত সাপ্তাহিক প্রবাসীর সম্পাদক প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ।

অতিথিদের মাঝে বক্তব্য রাখেন আমেরিকা-বাংলাদেশ এ্যালায়েনসের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক এমএ সালাম, জেনোমাইড’৭১ ফাউন্ডেশন ইউএসএ সভাপতি ও মুক্তিযোদ্ধা প্রদীপ রঞ্জন কর,আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, বাংলাদেশ আমেরিকান আর্টিস ফোরাম ইঊএসএ সভাপতি স্থপতি ইকবাল হোসেন, সার্বজনীন উদযাপন পরিষদের অন্যতম জাকির হোসেন হিরু ভূইয়া, সার্বজনীন উদযাপন পরিষদের অন্যতম জাকির হোসেন বাচ্চু, সার্বজনীন উদযাপন পরিষদের অন্যতম এম লিয়াকত আলী,সাংস্কৃতিক সংগঠক লুৎফুন্নাহার লতা, একুশের চেতনা পরিষদের ওবাইদুল্লাহ মাসুম, বাংলাদেশ ল সোসাইটি যুক্তরাষ্ট্রের সভাপতি মোহাম্মদ আলী বাবুল,সাংবাদিক মোজাহিদ আনসারী, জাতীয় সমাজতান্ত্রিক দল যুক্তরাষ্ট্র -জাসদ সাধারন সম্পাদক নূরে আলম জিকু , ফোরাম ইউএস’র সাধারণ সম্পাদক হারুন অর রশীদ , প্রপ্রেসিব ফোরাম ইউএসএ’র সাধারন সম্পাদক আলীম উদ্দিন, বহ্নি শিখা সংগীত নিকেতনের সভাপতি সংগীত শিল্পী সবিতা দাস, চারু কলা শিশু কিশোর পরিষদের ফারদিনা, রবীন্দ্র সঙ্গীত শিল্পী জাল কর, ঢাকা ড্রামর সারোয়ার হারুন, সীনটাচ এর নির্বাহী পরিচালক এম লিয়াকত আলী, নারী,নেত্রী রিনা আবেদীন, শেখ হাসিনা মঞ্চের সভাপতি জালাল উদ্দিন জলিল ও সাধারন সম্পাদক কায়কোবাদ খান, প্রধান পৃষ্টপোষক মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস, নিউইয়র্ক বোর্ড অব এডুকেশনের দুই শিক্ষক এডভোকেট জাকির হোসেন মিয়া ও আসলাম খান, কবিতা আবৃতি করেন গোপন সাহা , শিবলী সাদেক, আসলাম খান, মোঃ আলী বাবুল। নৃত্য ছোট মনি ফারিয়া।

যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করে। কর্মসূচীর অংশ হিসেবে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা

সভায় বক্তাগণ শিশুদের প্রতি জাতির পিতার প্রগাঢ় ভালোবাসার কথা উল্লেখ করে নতুন প্রজন্মের কল্যাণে বঙ্গবন্ধু এবং বর্তমান সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহের উপর আলোকপাত করেন। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও কর্মময় জীবনের বিভিন্ন দিক সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।খবর বাপসনিঊজ।

অনুষ্টানের সূচনায় সকল বক্তা অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন। বহ্নিশিখা সংগীত নিকেতনের অধ্যক্ষ্য সবিতা দাসের পরিচালনায় শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধাজানিত দুটি সংগীত পরিবেশন করেন।ছোট শিশুদের চিত্রাংকন গুলো উপস্থিত অতিথিদের সামনে প্রদর্শন করা হয়।

আয়োজকদের পক্ষ খেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের বঙ্গবন্ধু’র প্রতিকৃতি উপহার দেয়া হয়। যা উপস্থিত সকলের কাছে প্রশংশিত হয়েছে। আয়োজকদের অন্যতম ইসমাইল হোসেন হাওলাদার ২১-১০-১৯৭১-এর নাতনী-ও উপস্থাপক রিনা আবেদীন তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু’র ডাকে তার ৪ ভাই মুক্তিযোদ্ধে অংশ নেওয়ার কারনে তার বাবাকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে পাক বাহিনী ।

আয়োজকদের মাঝে দেওয়ান আশরাফুল আলম, জাকির হোসেন হীরু ভূইয়া, স্থপতি ইকবাল হোসেন, জাকির হোসেন বাচ্চু, এম লিয়াকত আলী, রিনা আবেদীন উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আলোচনা সভায় কম্যুনিটির নেতৃবৃন্দ আলোচনা করেন এবং আবৃত্তিকাররা বঙ্গবন্ধুর উপরে কবিতা পাঠ করেন। স্থানীয় কমিউনিটির বিপুল সংখ্যক সদস্য এবং তাদের শিশু সন্তান, এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষে কেক কাটা পর্বে শিশুসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্টানের প্রারম্ভে ১৯৭৫-এর ১৫ আগষ্ট স্বপরিবারে নিহত জাতির জনক বঙ্গবন্ধু, ডাকা কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতা, একাত্তর-এর মুক্তিযুদ্ধ ও ১৯৫২- এর মহান ভাষা আন্দোলনসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরনে সভায় দাঁড়িয়ে এক মিনটি কাল নিরাবতা পালন করা হয়।

(ওএস/এএস/মার্চ ২১, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test