E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাম্প্রদায়িক রাজনীতি স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থী

২০১৬ মার্চ ২৯ ১৪:৩১:৪৫
সাম্প্রদায়িক রাজনীতি স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থী

সিবিএনএ কানাডা থেকে : মাতৃভূমি বাংলাদেশের ৪৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভিএজি,বির উদ্যোগে ২৭ মার্চ রবিবার বিকেলে মন্ট্রিয়লের ৬৭৬৭ কোট দ্য নেইজ (কক্ষ নং ৪০১-৫) মিলনায়তনে ‘স্বাধীনতার মূল্যবোধ বনাম সাম্প্রদায়িক রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মুখ্য আলোচক হিসেবে মূল প্রবন্ধ পাঠ করেন ডঃ সৈয়দ জাহিদ হোসেন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ডঃ কুদরাত-ই-খোদা, এডভোকেট শহীদুল ইসলাম খান, খোকন মনিরুজ্জামান, শামীম ওয়াহিদ, খান মাশরেকুল আলম, বুলবুল নাহার, সদেরা সুজন, শামশাদ রানা, আফাজ উদ্দিন আহমেদ তোতন, দিলীপ কর্মকার, অধ্যাপক বিদ্যুৎ ভৌমিক, এডোয়ার্ড কর্ণেলিয়াস গোমেজ, হামোম প্রমোদ সিনহা, অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, অধ্যাপক আবু হোসেন, আরিয়ান হক, মোহাম্মদ শফিক উর রহমান, তামকিন জাহান খান, সৈয়দা ইসমত আরা, হিমি করিম, মাসুম আনাম, নাহিদা আক্তার, মোঃ আশরাফুল কবির, মোহাম্মদ সিদ্দিক প্রমুখ। আলোচনার শুরুতে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

আলোচনাকালে বক্তাগণ বলেন, স্বাধীনতার মূল্যবোধ হলো ধর্মভিত্তিক জাতীয়তাবাদের ধারণাকে অস্বীকার করা, ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদকে আলিঙ্গন করা, বিভাজনমূলক রাজনীতিকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করা এবং অন্তর্ভূক্তিমূলক দর্শনকে ধারণ করা। আর তাই বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৭২ এর সংবিধানে ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদকে মূলনীতি হিসেবে সন্নিবেশিত করেন। অন্যদিকে, সাম্প্রদায়িক রাজনীতির লক্ষ্য হলো রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্রকে বিনষ্ট করা এবং ধর্মভিত্তিক বিভাজনকে উস্কে দেয়া। সাম্প্রদায়িক রাজনীতির চর্চা স্পষ্টতই আমাদের স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থী।

(ওএস/এএস/মার্চ ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test