E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুইডেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এর উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

২০১৬ মার্চ ২৯ ১৬:৪৯:১৯
সুইডেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এর উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৭শে মার্চ রবিবার সুইডেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে রাজধানী স্টকহোমে স্বাধীনতা দিবস পালন করা হয়। সুইডেন যুবলীগের সাধারণ সম্পাদক যুবায়দুল হক সবুজের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুইডেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুদ্দিন আহমেদ খেতু মিয়া।

সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আখতার এম জামান লাল্টু, ওবায়দুল হক, মাসুদ খান, ডঃ ফরহাদ আলী খান, বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন মিয়া, সিরাজুল হক খান রানা, খালেদ চৌধুরী, দলিল উদ্দিন দুলু, জহিরুল ইসলাম, সাইদুল হক, মাহবুব আরিফ, আব্দুল মান্নান, নাজমুল খান, আব্দুর রাজ্জাক (যুগ্ম সাধারণ সমপাদক, সুইডেন আওয়ামী যুব লীগ), সুইডেন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনিস হাসান তপন, বাংলাদেশ ছাত্রলীগ সুইডেন শাখার সাধারণ সম্পাদক তানজিল ইসলাম প্রমুখ। বক্তারা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সকল নেতা ও কর্মীদের উজ্জীবিত হবার আহ্বান জানান। প্রবাস ও বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ২০৪১ কে সামনে রেখে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্যেও সবাইকে আহ্বান জানান।

বক্তাগণ সপ্রতি দীর্ঘ দুই দশক পত্র অনুষ্ঠিত সুইডেন আওয়ামী লীগ সম্মেলন পন্ড হওয়ায় বিদায়ী নেতৃত্বের সমালোচনা করেন। উক্ত সম্মেলন এর শুরুতেই বিদায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এমতবস্থায় সুইডেন এ আওয়ামী লিগ এর কোনো অনুমোদিত কমিটি নাই। কোনো কোনো ব্যক্তি দ্বারা স্বঘোষিত সভাপতি হিসেবে নিজেকে জাহির করা এবং অপপ্রচার করার বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। সুইডেন আওয়ামী লীগ এর বর্তমান চরম সাংগঠনিক সংকট নিরসনে বৃহত্তর পরিসরে শক্তিশালী সুইডেন আওয়ামী লীগ গড়ার লক্ষ্যে অবিলম্বে জনমতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রবীন-নবীন এর সমন্নয়ে একটি আহবায়ক কমিটির মাধ্যমে অন্তর্বর্তীকালীন কার্যক্রম চালিয়ে একটি নিরপেক্ষ নতুন কাউন্সিলের মাধ্যমে কমিটি করার ব্যবস্থা গ্রহণে এবং কেন্দ্রের নির্দেশ প্রদানের জোর আবেদন জানানো হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন শাহ আলম চৌধুরী ও ডঃ তামান্না হোসেন খান। সংগীত পরিবেশন করেন সুইডেন প্রবাসী বিশিষ্ট শিল্পী মাহমুদ হাসান চৌধুরী নওরোজ ও বেলায়েত উদ্দিন নিপা সহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে প্রীতিভোজে সপরিবারে অংশগ্রহণ করেন উপস্থিত সুইডেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও অতিথিবৃন্দ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মোখলেসুর রহমান মিরাজ, জুন্নুরুল হক টুটুল, খলিলুর রহমান, শাহ আলম চৌধুরী, সোহেল আহমেদ, কামরুল হাসান, আব্দুল মালিক জলিল, লাভলু মনোয়ার, মুজাহিদুল ইসলাম নওরোজ, আকরামুজ্জামান শাহিন, তায়েবুর রহমান রিফুজ, সফিকুল আলম লিটন, কাওসার আলী, বিপ্লব হক, খালেদ মোঃ আলী, হেদা্য়েতুল ইসলাম শেলী, নাসিমুল ইসলাম, চুন্নু মিয়া (মিজান), ডঃ শাহনেওয়াজ বিপ্লব, সাইফুল ইসলাম দুলাল, শফিকুল ইসলাম উতপল, সেন্টু আলী, শ্যমল দত্ত, ডঃ শাম্মী দাস, ডঃ সামিউল ইসলাম, আশরাফ খান, একরামুল ইসলাম, আবুল হোসেন, ইঞ্জিনিয়ার মাহফুজুর ভুইঞা, এডভোকেট মোর্শেদ চৌধুরী বাপ্পি, বাংলাদেশ ছাত্রলীগ সুইডেন শাখার সভাপতি আন্নাদুজ্জামান কাজল, ফরহাদ রেজা, সালাউদ্দিন সজীব, ফয়সাল গালিব নাফি, রাহিদ আহমেদ সুমন প্রমুখ।

(ওএস/এএস/মার্চ ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test