E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোস্টনে প্রথমবারের মতো উড়ল বাংলাদেশের জাতীয় পতাকা

২০১৬ মার্চ ৩০ ১৩:৪৯:০০
বোস্টনে প্রথমবারের মতো উড়ল বাংলাদেশের জাতীয় পতাকা

এবাদত উদ্দিন, নিউ ইয়র্ক : বাংলাদেশের মহান স্বাধীনতার ৪৫ বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহর ভবনের সামনে উড়ল বাংলাদেশের জাতীয় পতাকা।

গত শনিবার আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় বাংলাদেশের লাল সবুজের পতাকা। পয়তাল্লিশ বছর আগে ১৯৭১ সালের ৭ মার্চ গঠিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন) এ পতাকা উত্তোলন কর্মসূচির আয়োজন করেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।

এ পতাকা উত্তোলন কর্মসূচির শুরুতেই এক সংক্ষিপ্ত আলোচনা সভাউ বক্তব্য দেন বেইনের সভাপতি তামান্না করিম ও সাধারন সম্পাদক নুমান চৌধুরী।

বক্তারা বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার ৪৫ বছর পর প্রথমবারের মতো আমরা ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহর ভবনের সামনে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়াতে সক্ষম হয়েছি। আমাদের এ কাজে সহায়তার জন্য বোস্টন সিটি মেয়র মার্টিন ওয়ালসকে আন্তিরিকভাবে ধন্যবাদ জানাই। তার এ অবদানের কথা ম্যাসাচুসেটসের প্রবাসী বাংলাদেশিরা চিরদিন স্মরণ করবে।

পতাকা উত্তোলনের এ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মিসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন। পতাকা উত্তোলনের সময় সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ পরিবেশন করা হয়। একই দিন সন্ধ্যায় স্থানীয় মেডফোর্ডের জন ম্যাকগ্লীন এলেমেন্টারি স্কুলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শুরুতেই বক্তব্য দেন মোহাম্মদ হাসান,ড. শফিকুল ইসলাম, তামান্না করিম ও নুমান চৌধুরী। এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অংশ নেন বিশিষ্ট টিভি অভিনেত্রী লুৎফুন নাহার লতা, আকরাম ভুঁইয়া, রিমান চৌধুরী, তুর্ণা বড়ুয়া, রাফেয়া জামান প্রিয়া, উর্বানা বড়ুয়া, নাজিয়া তাবাসসুম, প্রিয়তা সায়রা ইমাম, নুজহাত আমিরা শেখ, রিদোয়ান বিন আসাদ, নাবিহা জামান জাবিন, শিজা খান, আহমাদি, আবরার, নিপা বড়ুয়া, রওনক ইজাহান সৃষ্টি, ইশরাত সায়রা মুন, সায়েন তাহেরুজ্জামান, মনিতোষ তালুকদার ও ড. ভাস্কর করিম প্রমুখ।

(ওএস/এএস/মার্চ ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test