E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিউইয়র্কে সাভার উপজেলা এসোসিয়েশনের স্বাধীনতা দিবস পালন

২০১৬ মার্চ ৩১ ১৬:২৩:৪৩
নিউইয়র্কে সাভার উপজেলা এসোসিয়েশনের স্বাধীনতা দিবস পালন

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক : বাংলাদেশের ৪৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্কের ব্রঙ্কসের বাংলা গার্ডেনে গত ২৭ মার্চ রবিবার সন্ধ্যায় ৭টায়‘সাভার উপজেলা এসোসিয়েশন ইউএসএ্-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি  আমান উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়ার পর মূল আলোচনা আরম্ভ হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও ঢাকা জেলা এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ডা: তাজুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপদেষ্টা ফজলুর রহমান নন্দী, উপদেষ্টা আব্দুল হালিম, উপদেষ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই’র সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম, উপদেষ্টা তোফাজ্জল হোসেন মাদবর ও সুবেদার (অব:) শফিকউল্যা। অন্যান্যনের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ফজলুর রহমান নন্দীর সহ-ধর্মিনী ও প্রবাসের বিশিষ্ট কবি জুলি রহমান, সংগঠনের সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম সরকার, সহ সভাপতি দেলোয়ার হোসেন, সহ সভাপতি আব্দুল করিম, সহ সাধারণ সম্পাদক ইস্রাফীল হোসেন, সদস্য এনায়েত হোসেন, আবু সাঈদ, আহমেদ সালেহ, আল-জাকারিয়া, সিরাজ দেওয়ান, জেসমিন আক্তার, ফিরোজা খাতুন, তাজিয়া জামাল, শামীমা আক্তার, আহাদ নূর, সাইফুল ইসলাম, আমিনুর উল্লাহ্ প্রমুখ। খবর বাপসনিঊজ।

বক্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন। বক্তারা তাদের বক্তব্যে ৭১’এর বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বকে তুলে ধরেন। সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তিযুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করেন। প্রবাসের বিশিষ্ট কবি জুলি রহমান স্বরচিত কবিতা ও গীতিকাব্য পাঠ করেন। সংগঠনের সহ সভাপতি আব্দুল করিমের শাশুড়ি হাসিনা বেগম চোখের অপারেশন সম্পন্ন করে চিকিৎসাধীন আছেন, তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

(ওএস/এএস/মার্চ ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test