E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহ আব্দুল করিম উৎসব ও সিতারা বৈশাখী মেলা ১৭ এপ্রিল

২০১৬ এপ্রিল ০৪ ২১:০২:২২
শাহ আব্দুল করিম উৎসব ও সিতারা বৈশাখী মেলা ১৭ এপ্রিল

হাকিকুল ইসলাম খোকন:বাংলা নতুন বছর ১৪২৩ উপলক্ষে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি (জেবিএফএস) আয়োজনে চলতি বছরে ‘বাউল শাহ আব্দুল করিম উৎসব ও সিতারা বৈশাখী মেলা’র প্রস্তুতি এগিয়ে চলছে

এই মেলার টাইটেল স্পন্সর সিতারা ফ্যাশন বুটিক আর গ্র্যান্ড স্পন্সর হচ্ছেন বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর ও সমাজসেবী মোহাম্মদ আনোয়ার হোসেন।

১৭ এপ্রিল রবিবার জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউস্থ সুসান বি. এন্থনী স্কুলে দিনব্যাপী এই উৎসব ও মেলা অনুষ্ঠিত হবে। মেলায় বাংলাদেশের কিংবদন্তী বাউল সম্রাট প্রয়াত শাহ আব্দুল করিমকে তুলে ধরার বিশেষ উদ্যোগ নেয়ার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে বাংলা শিল্প-সংস্কৃতি তুলে ধরা হবে।

এদিকে মেলার প্রস্তুতি নিয়ে সম্প্রতি জ্যামাইকার হিলসাইড এভিনিউয়ের স্টার কাবাব এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে জেবিএসএফ’র উপদেষ্টা ও কার্যকরী পরিষদ এবং মেলা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সোসাইটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেলার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন উৎসব ও মেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ও সদস্য সচিব রিজু মোহাম্মদ। সভায় সদ্য মনোনীত ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণিসহ উপদেষ্টা ছদরুন নূর, রেজাউল করীম চৌধুরী, এবিএম সালাহউদ্দিন আহমেদ, দিদারুল ইসলাম দিদার, ফারুক হোসেন তালুকদার ছাড়াও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূইয়া।Lei evcmwbER।
উৎসব ও মেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার এবং সদস্য সচিব রিজু মোহাম্মদ জানান, মেলার সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। চলছে স্টল বরাদ্দ। উৎসবের সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের জনপ্রিয় ফোক সঙ্গীত শিল্পী শাহনাজ বেলীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠানে দেশ ও উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পসহ প্রবাসের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করবেন। মেলা উপলক্ষে প্রকাশিতব্য প্রায় ৩০০ পৃষ্ঠার স্মারক গ্রন্থ ‘বসন্ত বাতাসে’ ঢাকায় প্রিন্ট হচ্ছে। মেলার দিন স্মারক গ্রন্থটি হাতে পাওয়া যাবে। গ্রন্থটির সম্পাদক সাংবাদিক শহীদুল ইসলাম।

দেলোয়ার-রিজু বলেন, ‘বাউল শাহ আব্দুল করিম উৎসব ও সিতারা বৈশাখী মেলা-১৪২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বাউল শাহ আব্দুল করিম গবেষক এবং ঢাকার সাবেক বৃটিশ হাইকমিশনার, বর্তমানে পেরুর রাজধানী লিমায় নিযুক্ত বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী উপস্থিত থাকবেন বলে আশা করছি। এছাড়া নিউইয়র্ক স্টেট গভর্নর এন্ড্রু ক্যুমো, মেয়র বিল ডি ব্লাজিও, কংগ্রেসওমেন গ্রেস মেং, বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ সহ যুক্তরাষ্ট্রের মূলধারার অনেকেই এ অনুষ্ঠানে যোগ দেবেন অথবা তাদের প্রতিনিধি পাঠাবেন বলে নিশ্চিত করেছেন।

দুপুরে ‘বাউল শাহ আব্দুল করিম উৎসব ও সিতারা বৈশাখী মেলা-১৪২৩’র প্যারেড ও পান্তা ইলিশ পরিবেশন উদ্বোধন করবেন পৃষ্ঠপোষক মোহাম্মদ আনোয়ার হোসেন। শাহ আব্দুল করিম উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ও রিয়েল এস্টেট ব্যবসায়ী ড. দেলোয়ার হোসেন। এছাড়া বৈশাখী মেলার উদ্বোধন করবেন ইউএস সুপ্রীম কোর্টের এটর্নী ও বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য মঈন চৌধুরী। প্যারেডে গ্র্যান্ড মার্শাল থাকবেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট এডভোকেট এন মজুমদার।

দেলোয়ার-রিজু জানান, অনুষ্ঠানে শিশু-কিশোর-কিশোরীদের বিনোদনের জন্য পৃথক ব্যবস্থার উদ্যোগ নেয়া হচ্ছে। তারা বলেন, ঐদিন বেলা ১২টা থেকে এক টা পর্যন্ত স্থানীয় হাইল্যান্ড এভিনিউস্থ ক্যাপ্টেন টিলি পার্কে প্রবাসীদের জন্য পান্তা-ইলিশ আর ভর্তা ভাতের ব্যবস্থা থাকবে। এরপর আয়োজিত হবে বর্ণাঢ্য র্যালী। র্যালী শেষে সুসান বি এন্থনী স্কুলে পরিবেশিত হবে মূল অনুষ্ঠান। এবারের উৎসব ও মেলার বাজেট ধরা হয়েছে ৪০ হাজার ডলার। মেলা থেকে উদ্বৃত্ত অর্থ সংগঠনের কাজে ব্যয় করা হবে এবং আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য ‘বাউল শাহ আব্দুল করিম উৎসব’ ও সিতারা বৈশাখী মেলা-১৪২৩ অনুষ্ঠান সফল করার জন্য জেবিএফএস’র কর্মকর্তা ও মেলা কমিটির কর্মকর্তারা সকল প্রবাসীর সার্বিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন।

(এইচআইকে/এস/এপ্রিল০৪,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test