E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেন-এর আলোচনা সভায় সুন্দরবন রক্ষার অঙ্গীকার

২০১৬ এপ্রিল ০৫ ১৫:৫৮:২৭
বেন-এর আলোচনা সভায় সুন্দরবন রক্ষার অঙ্গীকার

হাকিকুল ইসলাম খোকন : বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) নিউইয়র্ক চ্যাপ্টারের আলোচনা সভায় বক্তারা বলেছেন, সুন্দরবন বাংলাদেশের অস্তিত্ব । দেশের পরিবেশ রক্ষায় যে কোন মূল্যে এই সুন্দরবনকে রক্ষা করতে হবে। বাতিল করতে হবে ভারতীয় অর্থে নির্মিয়মান রামপাল বিদ্যুৎ প্রকল্প।

গত ১৩ মার্চ রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার সেমিনার কক্ষে আয়োজিত ‘বাংলাদেশের পরিবেশ : সাম্প্রতিক সমস্যাবলী ও আন্দোলন শীর্ষক আলোচনা এক আলোচনা সভায় বক্তারা এ অঙ্গীকার করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বার্থ নয়, ভারতীয় স্বার্থে রামপাল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাংলাদেশের মৈত্রী প্রকল্প হলেও এখানে দুদেশের মৈত্রীর কোন লক্ষণ নেই। বক্তারা আরো বলেন , ভারত-বাংলাদেশ আর নেপালের স্বার্থ বিবেচনা করেই সম্মিলিত উদ্যোগে এই অঞ্চলের পানি সমস্যার সমাধান করা উচিত।

বেন নিউইয়ক চ্যাপ্টারের সমন্বয়কারী ড. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক শরীফ জামিল ও ভারতের নয়াদিল্লীর ন্যাশনাল অ্যালায়েন্স অব পিপলস মুভমেন্টসের অন্যতম কর্মকর্তা মধুরেশ কুমার।

সেমিনারে অতিথিবৃন্দ উপস্থিত সুধীবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সমন্বয়কারী সভা পরিচালনা করেন সৈয়দ ফজলুর রহমান।

আলোচনা পর্বের আগে ড. নজরুল ইসলাম বেন-এর কর্মকান্ড তুলে ধরেন এবং বাংলাদেশের পরিবেশ রক্ষার আন্দোলনে স্বস্ব অবস্থান থেকে প্রবাসীদের ভূমিকা রাখার আহবান জানান। এরপর বাপা ও বেন কর্তৃক প্রকাশিত ‘পরিবেশ নীতি ও আইনসমূহের বাস্তবায়ন সমস্যা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পরিবেশ বিষয়ক স্বরচিত কবিতা পাঠ করেন কবি ও সাংবাদিক সালেম সুলেরী।

আলোচনা সভায় শরীফ জামাল বলেন, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি অ্যালায়েন্সের সাথে বাপা ও বেন কাজ করে চলেছে। তিনি বলেন, সুন্দরবন রক্ষায় আমরা যা করার তাই করবো। তিনি বলেন, পরিবেশ রক্ষায় দেশীয় রিসোর্স প্রটেক্ট করার ক্ষমতা সরকারের নেই।

শরীফ জামিল বলেন, আমরা সুন্দরবনের বাঘ রক্ষার জন্য নয়, বাংলাদেশকে রক্ষার জন্য সুন্দরবনের দরকার বলেই আন্দোলন করছি। রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে সরকার সুন্দরবন ধ্বংস করতে চায়। তিনি এই প্রকল্প বাতিলের জোর দাবি জানিয়ে বলেন, দেশ প্রবাসের সকল বাংলাদেশী নাগরিককে স্বস্ব অবস্থান থেকেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে হবে।

মধুরেশ কুমার বলেন, বাংলাদেশের স্বার্থ নিয়ে ভারত কথা বলছে না। রামপাল বিদ্যুৎ প্রকল্প ভারত- বাংলাদেশ-এর মৈত্রী প্রকল্প হলেও এখানে কোন ফ্রেন্ডশীপ নেই। এই প্রকল্পের জন্য অর্থ দিচ্ছে ভারতীয় এক্সিম ব্যাংক। তিনি বলেন, অমরা ভারত-বাংলাদেশসহ অত্র অঞ্চলের সকল মানুষের বাসযোগ্য পরিবেশ চাই। তিনি বলেন, পরিবেশ রক্ষায় সুন্দরবন রক্ষা করা গুরুত্বপূর্ণ কাজ।


(ওএস/এএস/এপ্রিল ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test