E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাবি’র শিক্ষক হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে নিউ ইয়র্কে সমাবেশ

২০১৬ এপ্রিল ২৭ ১৪:০৭:১৯
রাবি’র শিক্ষক হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে নিউ ইয়র্কে সমাবেশ

এবাদত উদ্দিন, নিউ ইয়র্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর খুনিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ করেছে  নিউ ইয়র্ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সমিতি। গত রবিবার দুপুরে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত এ সমাবেশ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীসহ অপর শিক্ষকের খুনিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ কর্মসূচিতে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত প্রবাসীরাও অংশ নেন। সংগঠনের সভাপতি ওয়াহিদ জামান রাব্বির সভাপতিত্বে এ বিক্ষোভ-সমাবেশ পরিচালনা করেন আলী আহসান কিবরিয়া। এ সময় ‘নির্বিকার রাষ্ট্রের চেতনা ফিরুক’ স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা ডাইভারসিটি প্লাজা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।

প্রবাসী সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, ‘একুশ আগস্ট গ্রেনেড হামলায় টার্গেট করা হয়েছিল আওয়ামী লীগ সভানেত্রীসহ শীর্ষ নেতাদের। গত ৭ বছর যাবত আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও ১০ বছরের সেই পুরনো ঘটনারও বিচার আজও হয়নি। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের বিচারও হয়নি। ধর্মের দোহাই দিয়ে যারা জঙ্গি তৎপরতায় লিপ্ত রয়েছে, তাদের হাতে এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরো ৩ শিক্ষক খুন হয়েছেন। একটিরও বিচার হয়নি। এ কারণে সেই অপশক্তির অসহায় টার্গেট হলেন রেজাউল করিম সিদ্দিকী। এখনও যদি অপশক্তি নির্মূলে দ্বিধা-দ্বন্দ্ব অব্যাহত থাকে, তাহলে কাউকেউ ওরা রেহাই দেবে না।

কম্যুনিটি নেতা ও সাংবাদিক মুজাহিদ আনসারী বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে ওরা আবারো সন্ত্রাসী জনপদে পরিণত করার অপচেষ্টা চালাচ্ছে। এহেন অবস্থাকে মেনে নেয়া যায় না। অসাম্প্রদায়িক চেতনার সমগ্র জনগোষ্ঠিকে ঐক্যবদ্ধ হয়ে ওদের অপতৎপরতা রুখে দিতে হবে’।

এ কর্মসূচিতে অংশগ্রহনকারি আইনজীবী মুজিবর রহমান বলেন, ‘ওরা একের পর হত্যাযজ্ঞ চালাচ্ছে। একই কৌশলে ওরা মুক্তমনা লেখক-ব্লগারসহ অসাম্প্রদায়িক চেতনার মানুষদের হত্যা করছে। এরপর সেটিকে জায়েজ করতে নানা কৌশল নেয়া হচ্ছে। সহজ-সরল মানুষের মধ্যে আতংকাবস্থা তৈরীর মধ্য দিয়ে ওরা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। তাই সরকারকে কঠোর মনোভাব নিয়ে ওদের পরাস্থ করতে হবে’। এ সমাবেশে নিউ ইয়র্কের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

(ওএস/এএস/এপ্রিল ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test